র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রি মহল সামান্য কোন ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে ইতিপূর্বে নাশকতা করার চেষ্টা করেছে। এবার যেনো তারা কোন ভাবে কোন প্রকার নাশকতা করতে না পারে এজন্য আমরা প্রথম থেকে প্রস্তুত আছি। আমাদের সাইবার টিম এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী আছে তাদের সাইবার টিমও কাজ করতেছে। যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে গুজব ছড়িয়ে কেউ যাতে কোন নাশকতা করতে না পারে।
শুক্রবার (১১ অক্টোবর) নারায়ণঞ্জের মিশন পাড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মন্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক আরো বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশে হাজার বছর যাবৎ সব সম্প্রদায়ের মানুষ একত্রে শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করি। এখানে সেই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ তাদের পূর্জা অর্চনা, তাদের উৎসব, তাদের ধর্মীয় যে অনুষ্ঠান সবাই যার যার মতো পালন করবে। এখানে কেউ কাউকে বাধা দিবে না। কেউ যদি কোন বাধা প্রদান বা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। দূর্গা পূজার বাকি যে দুদিন রয়েছে সেখানে পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহীনিও আছে। আমাদের কারো মধ্যে কোন ভয় সংকোচ দ্বিধা নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এবং দেশের সতের কোটি মানুষ একত্রিত হয়ে সামনের দিনগুলি পার করবো। একটা উৎসব মুখর পরিবেশেই আমাদের সব অনুষ্ঠানগুলো শেষ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, র্যাব-১১ সহকারী পরিচালক মেজর অনাবিল ইমাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী নেতা প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩০ ১৭০ বার পঠিত