ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই দুই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাদের দুজনেরই মৃত্যু হয়।

মৃতরা হলেন-ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যায় না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জব্দ করেছি। গ্রেফতার করেছিলাম একটি চক্রকে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে ডাক্তার বলছেন। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৬   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
ময়মনসিংহে মাদক সেবনের প্রতিবাদ করায়, বৃদ্ধ সাংবাদিককে কুপিয়ে হত্যা!
আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব করার মতো সমাজ চাই না: ড. ইউনূস
ঢাকেশ্বরী মন্দিরে ড. ইউনূস
দুর্গাপূজার পরই সাঁড়াশি অভিযান: আইজিপি
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য প্রস্তুত আছি: র‍্যাব ডিজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ