ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত

ইসরাইলি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন ইসরাইলি সেনা।

ইসরাইলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয় লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিন জনের অবস্থা বেশি গুরুতর।

এদিকে ইসরাইলি সংবাদ মাধ্যমের প্রচার করা ফুটেজে দেখা গেছে, আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে সাহায্য করা হচ্ছে।

আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে- অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার দখলদার ইসরাইলের ২৫ সেনা আহত হয়েছেন। এসব সেনা উত্তর লেবাননে স্থল হামলা চালাতে গিয়েছিলো। আহত ২৫ জনের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজ।

হামলার দায় স্বীকার করার আগে হিজবুল্লাহ তাদের প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর একটি অডিও বার্তা প্রকাশ করা হয়।

এ বার্তায় তিনি হিজবুল্লাহর সদস্যদের নিজেদের লোকজন, পরিবার, জাতি, মূল্যবোধ ও মর্যাদা রক্ষার আহ্বান জানান। গত মাসের শেষ দিকে ইসরাইলি হামলায় নাসরাল্লাহসহ বেস কয়েকজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে তারা জাতিসংঘের ঘাঁটিতে ট্যাংকসহ প্রবেশ করতে বাধ্য হয়েছিলো।

অন্যদিকে এএফপি’র হিসেবে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে লেবাননে ইসরাইলি হামলা নিহতের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৩   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী
হ্যারিস নিজের পথ খুঁজে নিবেন : বাইডেন
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ২০ জনকে উদ্ধার, আটক ৩
ভারত-কানাডা কূটনীতিক টানাপোড়েন, কী বলল যুক্তরাষ্ট্র
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, কয়েক ডজন আহত
অর্থনীতিতে নোবেল পেলেন ডরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন
মাঝ আকাশে বোমাতঙ্ক, নিউইয়র্কগামী বিমানের দিল্লিতে জরুরি অবতরণ
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, উত্তেজনা তুঙ্গে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ