ক্যামেরুন ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মার্সিসাইড ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী মাটিপ। জার্গেন ক্লপের অধীনে এ্যানফিল্ডে কাটিয়েছেন আট বছর। এই সময়ের মধ্যে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২০ সালে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও দুটি ক্যারাবাও কাপ।
গত বছর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন। ঐ ম্যাচে মাটিপ এসিএল ইনজুরিতে পড়েন।
লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত মৌসুমের শেষ দিনে এ্যানফিল্ডে মাটিপ ও সমর্থকরা একে অপরকে বিদায় জানিয়ে দিয়েছে। এরপরপরই তার সাথে লিভারপুলের চুক্তি শেষ হয়ে যায়। এখন তিনি পেশাদার ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়েছেন।’
সেন্টার-ব্যাক মাটিপ ক্যামেরুনের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।
বাংলাদেশ সময়: ১৮:২৭:৫০ ৪৫ বার পঠিত