বন্দরে ‘বাড়ি ফেরার পথে’ তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ‘বাড়ি ফেরার পথে’ তরুণকে কুপিয়ে হত্যা
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



বন্দরে ‘বাড়ি ফেরার পথে’ তরুণকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বের’ জেরে ১৮ বছর বয়সী এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ রোববার রাত নয়টার দিকে বন্দর উপজেলার রূপাসী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।

নিহত মো. সোহান উপজেলার সালেহনগর এলাকার আব্দুস সালামের ছেলে ।

‘পুরোনো দ্বন্দ্বের জেরে’ প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত সোহানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান বন্দর থানার ওসি তরিকুল ইসলাম৷

পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সোহান নিজেও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত৷ ২০২২ সালের অক্টোবরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সোহান গ্রেপ্তার হয়েছিলেন৷ তার সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ‘পিংকি গ্রুপের’ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল৷

স্থানীয়রা জানান, পিংকি গ্রুপের দলনেতা পিংকি নামে যুবকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে৷ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী যুবলীগ কর্মী খান মাসুদের ‘সন্ত্রাসী বাহিনীর’ সদস্য ছিল পিংকি৷ জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় একটি হত্যা মামলায় আসামির তালিকায় পিংকির নামও রয়েছে৷ তার নেতা যুবলীগ কর্মী খান মাসুদ ৫ আগস্টের পর গা ঢাকা দিলেও পিংকি বন্দরের এক বিএনপির নেতার সাথে সখ্যতা গড়ে তুলেছে৷

অন্যদিকে নিহত সোহান বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেনের অনুসারী ।

যোগাযোগ করা হলে যুবদল নেতা আমির বলেন, ‘সোহান ও তার পরিবারের সাথে আমার যোগাযোগ আছে৷ আমি রূপালীতে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম, তখন সোহানের বাবা এসে তার ছেলেকে কোপানোর কথা জানায়৷ পরে শুনেছি সে মারা গেছে৷ তাকে কোপানোর পেছনে কয়েকজনের নাম শুনছি, কিন্তু আমি নিশ্চিত নই ।

রাতে সাড়ে এগারোটার দিকে ওসি তরিকুল বলেন, “পুলিশ ঘটনাস্থলে আছে৷ প্রাথমিকভাবে জানা গেছে, পুরোনো দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে ।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে৷

বাংলাদেশ সময়: ২২:০৯:২৯   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি
দেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য গভীর মাস্টারপ্ল্যানের অংশ: রিজভী
আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি পরিদর্শন ড.ইউনূসের
নতুন সিআইডি প্রধান মতিউর রহমান শেখ
দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা : ত্রাণ উপদেষ্টা
পোশাক শ্রমিকদের জন্য টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার
নতুন ৪০ হাজার রোহিঙ্গার আগমনে গভীর উদ্বেগ ঢাকার
কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করতে সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে : কৃষি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ