মালদ্বীপে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালদ্বীপে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



মালদ্বীপে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা

পৃথিবীর নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশগুলোর অন্যতম মালদ্বীপ। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দেশটি। পরিণত হয়েছে বর্তমানে ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম কেন্দ্রবিন্দুতে।

দেশটিতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা থাকায় বিনিয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের বিত্তশালীরা। পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

মালদ্বীপ পর্যটন নগরী হিসেবে এখানে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার চাহিদা সবার উপরে। স্থানীয়দের পাশাপাশি এখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আনাগোনাও দিন দিন বেড়েই চলেছে।

দেশটিতে বসবাসরত এক লাখেরও বেশি প্রবাসীর বড় একটি অংশ বিভিন্ন ব্যবসায় জড়িত। কাজের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নতুন নতুন উদ্যোক্তা হয়ে উঠছেন তারা।

এখানকার বাংলা রেস্তোরাঁগুলোয় স্থানীয় খাবারের পাশাপাশি বাংলাদেশি খাবারও পাওয়া যায় যা প্রবাসী থেকে শুরু করে পর্যটক সবার প্রিয়। শুক্রবার (১৮ই অক্টোবর) রাজধানী মালেতে বাংলা খাবারের সমারোহ নিয়ে এমনই একটি বাংলা রেস্তোরাঁ উদ্বোধন হলো।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী শাহ্ আলমের আমন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দেন।

তারা উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগতমান ঠিক রাখার অনুরোধ জানান। স্বত্বাধিকারী শাহ্ আলমও গ্রাহকদের মানসম্পন্ন মালদ্বীভিয়ান ও বাংলা খাবার পরিবেশন করার প্রতিশ্রুতি দেন।

সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে যা প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা কেরছেন। এতে একদিকে যেমন ব্যবসায়ে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৫৯   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
ঈদের আগে গাজায় ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১৭
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে,কাল পবিত্র ঈদুল ফিতর
ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার
মায়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত
বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০, লেবাননে প্রাণ গেল আরও ৬ জনের
যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ, বললেন কানাডার প্রধানমন্ত্রী
লিবিয়ার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ