মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ২০৬ টাকা) করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। খবর রয়টার্সের।

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সে বছরের ১ মে থেকে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচ জনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে।

তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।

আনেয়ার বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রোগ্রাম অনুসরণ করে। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০০০০ শ্রমিক উপকৃত হবে।

তিনি বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।

মালয়েশিয়া সরকারের আশা ২০২৫ সালে অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ প্রসারিত হতে পারে। চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৩   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু
জুলাই অভ্যুত্থানে নারীদের মার্কিন সম্মানজনক পুরস্কার, যা বললেন ট্যামি ব্রুস
গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
ঈদের আগে গাজায় ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১৭
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে,কাল পবিত্র ঈদুল ফিতর
ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার
মায়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত
বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ