শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন। শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছেন তিনি।’

রবিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন।
শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাই তার লাশ ধানমন্ডি ৩২ এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তার লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা দেশকে ভালোবেসে নয় তার বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিল। তাকে দেশে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

আল্লামা মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ৫০ বছর যাকে নেত্রী মেনেছেন তিনি রাজনীতি করেছেন পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। তিনি চেয়েছিলেন এমন কাজ করবে যাতে কেউ আর এদেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন।
তার বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের লাখো নেতাকর্মীর কথা ভাবে নাই। আমরা বৈষম্যবিরোধী একটি রাষ্ট্র এবং বাংলার জমিনে আল্লাহর প্রদত্ত বন্দোবস্ত চাই। এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠনের দায়িত্ব নিবে ইসলাম প্রেমী দল। এদেশকে আর কোন জুলুমকারীদের হাতে তুলে দেওয়া হবে না।

সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, খেলাফত মজলিসের তিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন ও কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হোসাইন আহমদ, সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মুফতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সাবেক সভাপতি শহীদ মাওলানা ইকবাল হোসাইন ও বৈষম্য বিরোধী বিপ্লবের শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৫   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ