১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা

প্রথম পাতা » খেলাধুলা » ১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা

মিরপুর টেস্টে প্রথম সেশনটা দক্ষিণ আফ্রিকার। যদিও হাসান মাহমুদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। যেখানে তারা এরই মধ্যে লিড নিয়েছে ১৩৭ রানে। ক্রিজে ১০৫ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। তার সঙ্গে ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন ডেন পিডট।

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করেছে প্রোটিয়ারা। এখানে বড় অবদান রেখেছেন মুল্ডার–ভেরেইনার জুটি। এই দুইজনের গড়া ১১৯ রানের জুটি বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পিচে বেশ সুইং লক্ষ্য করা গেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার শন পলক বলেছিলেন, দ্বিতীয় দিনেও সুইং পাবে স্পিনের পাশাপাশি পেসাররা। আর হয়েছেও তাই। তবে সুইং কাজে লাগাতে পারেনি তাইজুল-মিরাজরা।

প্রথম দিনে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম বলে সুইং পেলেও উইকেটের দেখা পাননি। সকালে পাওয়া দুইটি উইকেটই হাসান মাহমুদের নামে। ইনিংসের ৬৫তম ওভারের শেষ দুই বলে প্রথমে মুল্ডার আর তার পরের বলে কেশব মহারাজকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।

তবে ঐ দুই উইকেট হারানোর পর আবারও মন্থর হয়ে ব্যাটিং করতে থাকে নয় নম্বরে নামা পিডট। ভেরেইনা ও পিডটের জুটি গড়িয়েছে ১৬ রানে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২০   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়
রেকর্ডগড়া রাতে গোল ‘ছিনতাইয়ের’ অভিযোগ, যা বললেন রাফিনিয়া
ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার
বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা
মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে স্তব্ধ করে ভ্যালেন্সিয়ার জয় উদযাপন
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ