চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি মাদ্রিদ-ডর্টমুন্ড

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি মাদ্রিদ-ডর্টমুন্ড
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি মাদ্রিদ-ডর্টমুন্ড

গত মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। গত আসরের দুই ফাইনালিস্ট এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই। মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাত ১টায় শুরু হবে দুদলের লড়াই।

চলতি আসরে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতেছে ডর্টমুন্ড। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও সর্বশেষ ম্যাচে মাদ্রিদ হেরেছে লিলের কাছে। মাদ্রিদের লক্ষ্য তাই জয়ে ফেরা। ঘরের মাঠ হলেও লস ব্লাংকোদের জন্য কাজটি সহজ হবে না।

চোটের কারণে প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন মাদ্রিদ তারকা দানি কার্ভাহাল। রক্ষণভাবে যা ভোগাবে কার্লো আনচেলত্তির দলকে। ডর্টমুন্ডের বর্তমান কোচ নুরি শাহিন মাদ্রিদের সাবেক ফুটবলার। ক্লাবটিকে ভালোভাবেই চেনা আছে তার। যা বাড়তি সাহায্য করবে ডর্টমুন্ডকে।

মাদ্রিদ-ডর্টমুন্ড ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আজ মাঠে নামছে এসি মিলান, জুভেন্টাস, পিএসজি, আর্সেনালের মতো দলগুলো। মিলান খেলবে ক্লাব ব্রাগার বিপক্ষে। জুভেন্টাসের প্রতিপক্ষ স্টুটগার্ট। আর্সেনাল মোকাবিলা করবে শাখতার দনেৎস্ককে। পিএসজিরন লড়াই পিএসভি আইন্দহোফেনের সঙ্গে।

বেশ কয়েকটি বড় দল মাঠে নামলেও ফুটবলপ্রেমীদের চোখ থাকবে বার্নাব্যুতেই। গত আসরে শিরোপা হারানোর প্রতিশোধ নেওয়ার সুযোগ জার্মান ক্লাব ডর্টমুন্ডের সামনে। তারা অবশ্য জানে, দলটি রিয়াল মাদ্রিদ। আর মঞ্চ যখন চ্যাম্পিয়ন্স লিগ, তখন তাদের চেয়ে সফল আর কে আছে!

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২০   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ