সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে আহত - ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে আহত - ৬
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে আহত - ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ৬ জন আহত হয়েছে। এঘটনা উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর গাছ বয়ড়া এলাকায় ঘটেছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, চর গাছ বয়ড়া গ্রামের মৃত মোকাদ্দেস আকন্দের দুই ছেলে আঃ সালাম ও জিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২৫ অক্টোবর)বেলা আড়াইটার দিকে এ মারধরের ঘটনা ঘটে।

এতে আহত হন - আঃ সালাম, সুমন মিয়া, ফরিদা বেগম ও জিয়াউল হক জিয়া। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে হাসপাতাল সূত্র জানান।

আহত আঃ সালাম বলেন, আমার কেনা সাড়ে ৪ শতাংশ ফসলি জমি চাচার সাথে রেওয়াজ বদল করে ছোট ভাই জিয়াকে ওখান থেকে ২ শতাংশ জমি দেই। পরে ছোটভাই জিয়া সেই জমির পরিবর্তে আমাকে বাড়ীর উত্তর পাশে ২ শতাংশ জমি চাষাবাদ করতে দেয়। এর কিছুদিন পর তার সেই জমি সে ফেরত নিয়ে নেয়। পরে আমার জমি ফেরত চাইলে সে দিতে অস্বীকার করে। এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হলেও সে বিচার মানতে রাজি নয়।

গতকাল শুক্রবার জুম্মার পর জিয়া পরিকল্পিতভাবে পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে হাল দিতে গেলে আমি নিষেধ করি। তখন জিয়া উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। আমার ডাকচিৎকারে আমার স্ত্রী ও ছেলে সুমন গিয়ে এলে তাদের কেউ তারা মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছে বলে জানান তিনি।

আঃ সালামের আহত স্ত্রী ফরিদা বেগম বলেন, জিয়া অন্যায়ভাবে আমাকে, আমার ছেলে ও স্বামীকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

স্থানীয় মুরুব্বি গাজীউর রহমান বলেন, তাদের এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় ১০-১৫ টি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সালিশ বৈঠকে জিয়া বিচার মেনে নিলেও। পরে সে মানে না। এভাবেই চলে আসছে দীর্ঘদিন যাব। শুনেছি গতকাল আব্দুস সালাম। তার প্রিয় ছেলে ও স্ত্রীকে তারা মারধর করেছে। এখন হাসপাতালে ভর্তি আছে।

এ ব্যাপারে অভিযুক্ত জিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদেরকে মারধর করিনি। তারাই আমাকে মারধর করেছে। জমি সংক্রান্ত বিরোধের সালিশ বিচার আমি মানলেও আব্দুল সালাম মানতে চায় না। সে কাগজপত্র না দেখেই মৌখিক হিসাবেই জোরপূর্বক জমি নিতে চায়।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:১২   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে আহত - ৬
দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হারল ভারত
শীতকালীন সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষকরা
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিনে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ আমদানী
দিনাজপুর হাবিপ্রবি’র নবাগত ভিসির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক
দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ - ধর্ম উপদেষ্টা
ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে কমনওয়েলথের নতুন মহাসচিব ঘোষণা
অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না: মামুনুল হক
চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ