রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল

প্রথম পাতা » খেলাধুলা » রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল

প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দৌড় আর ‘কালমা’ উদ্‌যাপন- ‘সিউ’ সবচেয়ে জনপ্রিয় হলেও ক্রিস্টিয়ানো রোনালদো এমন দৃশ্যও বহুবার দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার জালে বেশ কয়েক বার বল পাঠিয়ে এমন উদ্‌যাপন করেছেন তিনি। যেন তাকেই হুবহু নকল করলেন লামিন ইয়ামাল।

কোমরের কাছাকাছি হাত নিয়ে এমনভাবে উপর-নিচ করা, যাতে মনে হতে পারে শান্ত হওয়ার জন্য বলে জানান দেয়া হচ্ছে যে আরে আমি তো আছিই- ‘কালমা’ উদ্‌যাপনের দৃশ্য ও অর্থ মূলত এটাই। রোনালদোর সেই উদ্‌যাপন বার্নাব্যুতে ফিরিয়ে আনলেন ইয়ামাল।

শনিবার (২৬ অক্টোবর) রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে লামিনে ইয়ামাল তৃতীয় গোলটি করেন। পেনার বাড়ানো বল এক খেলোয়াড়ের মাথা থেকে যায় রাফিনিয়ার পায়ে। তিনি ইয়ামালকে পাস বাড়ান। সহজেই বল জালে পাঠান এই স্প্যানিশ। এরপরই ওই ‘কালমা’ উদ্‌যাপন।

স্প্যানিশ তরুণ রোনালদো-উদ্‌যাপনের মানে না বললেও সমর্থকরা আন্দাজ করে নিচ্ছেন। বলা হচ্ছে পর্তুগিজ তারকাকে ট্রল করেই ওই উদ্‌যাপন করেছেন তিনি।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটা ছিল লামিন ইয়ামালের প্রথম গোল। এর মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এই ১৭ বছর বয়সি, মাত্র ১৭ বছর ১০৬ দিন বয়সে গোল করলেন ইয়ামাল। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক বার্সা ফুটবলার আলফোনসো নাভারোর দখলে। ১৭ বছর ৩৫৬ দিনে গোল করে রেকর্ডটি করেছিলেন নাভারো।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৪১   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ