প্রশ্ন করতে গিয়ে টেনে আনলেন অতীত, তোপের মুখে রমিজ রাজা

প্রথম পাতা » খেলাধুলা » প্রশ্ন করতে গিয়ে টেনে আনলেন অতীত, তোপের মুখে রমিজ রাজা
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



প্রশ্ন করতে গিয়ে টেনে আনলেন অতীত, তোপের মুখে রমিজ রাজা

হতাশা দূর করে পাকিস্তান ক্রিকেট এখন বুদ হয়ে আছে আনন্দে। কারণটা হয়তো সবারই জানা। ঘরের মাটিতে একের পর এক টেস্ট হেরেই যাচ্ছিল দলটি। সেই ২০২১ সালের পর অবশেষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, তাও আবার ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে।

এই উৎসবের মাঝেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করতে গিয়ে টেনে এনেছেন অতীত। আর তাতেই তোপের মুখে পড়েছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। মূলত তার প্রশ্নের ধরন ছিল একটু অন্যরকম। এ কারণে পিসিবি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হারলেও পরের দুটিই জিতেছে পাকিস্তান। এর আগে শান মাসুদের অধীনে টানা ৬ ম্যাচ হেরেছিল তারা। এমনকি বাংলাদেশের বিপক্ষেও দুই টেস্টে দুটিতেই হেরেছিল পাকিস্তান। সেই প্রসঙ্গ তুলে এনে রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করেন- টানা ৬ ম্যাচ কীভাবে হারলে?

ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারের সময় শান মাসুদকে প্রথমে প্রশ্ন করেছিলেন সঞ্চালক জয়নাব আব্বাস। তার মুখ থেকে প্রশ্নটি কেড়ে নিয়ে রমিজ বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ শান মাসুদও তার উত্তর দিয়েছেন হাসিমুখেই। তিনি বলেছেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক।’

এরপর শান মাসুদকে থামিয়ে রমিজ বলেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল?’ শান মাসুদ উত্তরে বলেন, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, এছাড়া ক্রিকেট পরিবারও ছিল। বাংলাদেশের কাছে হারের পর অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে। এমনকি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়দের মধ্য থেকেও। যখন প্রথম ম্যাচে হারলাম, তখন রিজওয়ান বলেছিল, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, হয়তো বড় কোনো কাজ আমাদের দিয়ে করাবেন। দিন শেষে দলের জয় চাই, আমার কী হোক না হোক, আমি পরো করি না। আমাদের, পুরো জাতির জয়টা প্রয়োজন ছিল।’

এখানেই থেমে যাননি রমিজ, শান মাসুদের একটি শট নিয়েও প্রশ্ন তুলেন তিনি। সিরিজ জেতার পর হতাশার অধ্যায় টেনে এনে এমন প্রশ্ন করায় রমিজের ওপর পাকিস্তান ক্রিকেট খুশি নন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে পিসিবির ধারাভাষ্য প্যানেলে তাকে নাও রাখতে পারে।

রমিজের এমন প্রশ্নে ক্ষুব্দ হয়েছে পেসার মোহাম্মদ আমিরও। রমিজের সমালোচনা করে তিনি বলেছেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’

বাংলাদেশ সময়: ১৪:৪২:২৫   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ