সংবিধানে নারীর সম-অধিকার সুরক্ষিত রয়েছে : মহিলা ও শিশু উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধানে নারীর সম-অধিকার সুরক্ষিত রয়েছে : মহিলা ও শিশু উপদেষ্টা
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



সংবিধানে নারীর সম-অধিকার সুরক্ষিত রয়েছে : মহিলা ও শিশু উপদেষ্টা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারী শব্দটির ব্যবহার সর্বজনীন উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের সংবিধানে নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে সম-অধিকার ও ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত রয়েছে।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের সংবিধানের ১৯, ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য সকল ক্ষেত্রে নারীর সম-অধিকার, সম-সুযোগ ও ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ এবং এর অধীন দুটি দপ্তর সংস্থা যথাক্রমে ‘মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র নাম পরিবর্তন সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভার সভাপত্বিকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর/সংস্থা যথাক্রমে ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’র নাম মহিলা শব্দের পরিবর্তে ‘নারী’ করার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, নারী শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, যেমন আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী বিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে ‘মহিলা’ শব্দটি নয় বরং ‘নারী’ শব্দটি ব্যবহৃত হয়েছে ।

উপদেষ্টা বলেন, এ সকল দিক বিবেচনা করে সকলের মতামত ও পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যায়।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৭   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ