প্রতিটি মুমিনের একমাত্র চাওয়া জান্নাত। আর জান্নাতে যদি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যায় তাহলে তো মহাসৌভাগ্য। এমন ৩ ধরনের ব্যক্তি আছেন, যারা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবেন।
নিচে যে ৩ ধরনের ব্যক্তি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবেন তা তুলে ধরা হলো:
এতিমের অভিভাবকত্ব গ্রহণকারী
হজরত সাহাল বিন সাদ (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও এতিমের অভিভাবকত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকব (তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন)। (বুখারি: ৫৩০৪)
কন্যাসন্তান লালন-পালন করা
হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, একদিন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যাসন্তানের ভরণপোষণ করবে আমি এবং সে এভাবে জান্নাতে থাকব। (মধ্যমা ও শাহাদাত আঙুল যেমন পাশাপাশি থাকে)। (তিরমিজি: ১৯১৪)
বোনদের প্রতিপালন করা
হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, একবার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদাত অঙ্গুলির দিকে ইশারা করে বলেন, যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণপোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণপোষণ করবে, যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে, আমি এবং সে জান্নাতে এভাবে (পাশাপাশি) থাকব। (ইবনে হিব্বান: ৪৪৭)
বাংলাদেশ সময়: ১১:৪১:৫৭ ৩১ বার পঠিত