নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমের মেয়াদ ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না। কাউন্টডাউন শুরু।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এসব লেখেন ইয়োভ গ্যালান্ত। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন। খবর রয়টার্সের।

গ্যালান্ত লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’

এছাড়া হিব্রু ভাষায় লেখা আরেক পোস্টে নাঈম কাসেমের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’

মূলত এ কথা বলে নতুন হিজবুল্লাহপ্রধানকে হত্যার হুমকি দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল।

অন্যদিকে আরেক এক্স পোস্টে ইসরাইল সরকারের দাফতরিক আরবি ভাষার অ্যাকাউন্টে বলা হয়, তিনি (নাঈম ) যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে (হিজবুল্লাহপ্রধান) তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।

একই পোস্টে সতর্ক করে আরও বলা হয়, লেবাননে হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ধ্বংস করা ছাড়া আর কোনো সমাধান নেই।

গতকাল মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাঈম কাসেমের নাম ঘোষণা করে হিজবুল্লাহ। এর আগে তিনি সংগঠনের উপ-প্রধান ছিলেন।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, হিজবুল্লাহ’র শুরা কাউন্সিল শেখ নাঈম কাসেমকে গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করতে সম্মত হয়েছে।

৩০ বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ’র সঙ্গে জড়িত আছেন নাঈম কাসেম। ১৯৯১ সালে কাসেমকে সশস্ত্র গোষ্ঠীটির তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি উপ-প্রধান হিসেবে নিযুক্ত করেন। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হওয়ার পরও কাসেম এতদিন গোষ্ঠীটির উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি তিনি গোষ্ঠীটির মুখপাত্রও।

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলাকালীন তিনি প্রায়ই বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে উপস্থিত হতেন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরও তিনিই প্রথম টেলিভিশনে ভাষণ দেন।

নাঈম কাসেম ১৯৫৩ সালে লেবাননের দক্ষিণে বৈরুতের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে ইসরাইল লেবাননে আগ্রাসনের পর হিজবুল্লাহ গঠিত হয়। কাসেম ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৯২ সালে দলটি প্রথম নির্বাচনের সময় থেকে তিনি হিজবুল্লাহর সংসদীয় নির্বাচনী প্রচারণার সাধারণ সমন্বয়কারী ছিলেন।

কাসেম সাদা পাগড়ি পরার জন্য বিশেষভাবে পরিচিত। তার পূর্বসূরি নাসরুল্লাহ এবং সাফিউদ্দীন হাশেম কালো পাগড়ি পরতেন যা মহানবী (সা.) এর বংশধর হিসেবে তাদের বিশেষ মর্যাদা দিতো।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৩৮   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল
কমলাকে আগাম ভোট দিলেন জো বাইডেন
হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাসেম
উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়
হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে হাইকমিশনের সিরিজ মিটিং, নতুন সুযোগের সম্ভাবনা
গাজায় যুদ্ধবিরতি : মিসরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে: অমিত শাহ
যেভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ