হতাশার সকালের পর তাইজুলের জোড়া আঘাত

প্রথম পাতা » খেলাধুলা » হতাশার সকালের পর তাইজুলের জোড়া আঘাত
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



হতাশার সকালের পর তাইজুলের জোড়া আঘাত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে শাসন করেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্ট্যাবসের শতকে রানের পাহাড়ে চড়েছে প্রোটিয়ারা। সারাদিন বল করে মাত্র দুটি উইকেট শিকার করতে সমর্থ হয় টাইগাররা। সাগরিকায় দ্বিতীয় দিনে আরও মারমুখি প্রোটিয়ারা। ডি জর্জি ছুটছিলেন দ্বিশতকের পথে। ডেভিড বেডিংহ্যামও দিচ্ছিলেন যোগ্য সঙ্গ। তবে অবশেষে সফলতা এলো তাইজুলের হাত ধরে।

বুধবার (৩০ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয়দিনের মতো ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১০১ ওভার ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৯১ রান তুলেছে তারা।

প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শেষ করেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ডেভিড বেডিংহ্যামকে নিয়ে আরও ৭৯ রান যোগ করেন ডি জর্জি। অবশেষে তাইজুলের ওভারে বিদায় নিয়েছেন বেডিংহ্যাম। ৯৯তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান এই প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার। তাতে ভাঙে ১১৬ রানের জুটি। আউট হওয়ার আগে ৭৮ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৯ রান করেন তিনি।

পরের ওভারে আরও বড় আঘাত হানেন তাইজুল। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দ্বিশতকের পথে থাকা ডি জর্জিকে। তাইজুলের ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২৬৯ বলে ১২ চার ও ৪ ছয়ে ১৭৭ রান করেন এই প্রোটিয়া।

চট্টগ্রাম টেস্টে টাইগারদের বাকি বোলাররা সুবিধা করে উঠতে না পারলেও জ্বলে উঠেছেন তাইজুল। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পতন হওয়া সব কয়টি উইকেটই তার শিকার।

বাংলাদেশ সময়: ১১:৫০:০৩   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইস্ট বেঙ্গলের কাছে বড় হারে বিদায় বসুন্ধরা কিংসের
হতাশার সকালের পর তাইজুলের জোড়া আঘাত
নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপাল
৭-১ ব্যবধানে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
প্রশ্ন করতে গিয়ে টেনে আনলেন অতীত, তোপের মুখে রমিজ রাজা
রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল
দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হারল ভারত
চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল
বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাস হয়নি
আবারও ড্র ইউনাইটেডের, জয় পেয়েছে টটেনহ্যাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ