নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুপক্ষের হাতাহাতি, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুপক্ষের হাতাহাতি, আহত ৫
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুপক্ষের হাতাহাতি, আহত ৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দু’পক্ষের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর একজনকে শহরের ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় দু’পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

বুধবার (৩০ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম

প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিলেন।

তবে অপর পক্ষ জানিয়েছে, তারা স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, দুপুর ১টার দিকে একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচ তলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দিলে তারা সাংবাদিকদের ওপর হামলা করেন। এতে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হন।

তবে অপর পক্ষের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে আমরা স্বাভাবিকভাবে আমাদের আবেদন ও দাবি নিয়ে কথা বলছিলাম। একপর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করেন।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:০১:১৭   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ