ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক

জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজধানীর রামপুরায় খাল পরিষ্কার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে এই পরিষ্কার অভিযান শুরু হয়।

অভিযান কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, রামপুরায় খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য সব খালেও এই কার্যক্রম শুরু হবে।

এ সময় তিনি এলাকাবাসী ও পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রশাসক বলেন, বর্জ্য পরিষ্কার ডিএনসিসির একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা, ফুটপাত ও গৃহস্থালির বর্জ্য এবং খালের বর্জ্য অপসারণ করে। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সারা দেশে জাতীয়ভাবে ১৫ দিনব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আমারও ডিএনসিসি থেকে এই বিশেষ কর্মসূচি শুরু করেছি।

মাহমুদুল হাসান বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিকের, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের মাইক্রো প্লাস্টিক খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে জটিল রোগের সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। খালে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না, ময়লা ফেলা যাবে না।

পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২১:০৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শনিবার মহাসমাবেশ করবে জাতীয় পার্টি
নাটোরে জাতীয় যুব দিবস পালিত
কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা
পলিথিন শপিং ব্যাগ বন্ধে ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান
ভোলায় আরও ১৮টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা
চেয়ারে বসা নিয়ে বুবলীর সঙ্গে নিশোর খুনসুটি, অতঃপর…
ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক
চালের সরবরাহ স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ