ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



ডিএনসিসির সব খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে : প্রশাসক

জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজধানীর রামপুরায় খাল পরিষ্কার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে এই পরিষ্কার অভিযান শুরু হয়।

অভিযান কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, রামপুরায় খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য সব খালেও এই কার্যক্রম শুরু হবে।

এ সময় তিনি এলাকাবাসী ও পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রশাসক বলেন, বর্জ্য পরিষ্কার ডিএনসিসির একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা, ফুটপাত ও গৃহস্থালির বর্জ্য এবং খালের বর্জ্য অপসারণ করে। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সারা দেশে জাতীয়ভাবে ১৫ দিনব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আমারও ডিএনসিসি থেকে এই বিশেষ কর্মসূচি শুরু করেছি।

মাহমুদুল হাসান বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিকের, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের মাইক্রো প্লাস্টিক খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে জটিল রোগের সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। খালে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না, ময়লা ফেলা যাবে না।

পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২১:০৩   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
স্ত্রীকে হত্যার দায়ে ২৫ বছর পর বৃদ্ধ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বন্দরে পাঁচ যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক কারবারি’
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ