ম্যানসিটির হারের রাতে শীর্ষে উঠল লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটির হারের রাতে শীর্ষে উঠল লিভারপুল
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



ম্যানসিটির হারের রাতে শীর্ষে উঠল লিভারপুল

শনিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথ ইতিহাস গড়ল। নজিরবিহীন ঘটনাই ঘটিয়ে আন্দোনি আইরোলার দল হারিয়েছে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এই ম্যাচ শুরু করা ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বোর্নমাউথ। সিটির হারের রাতে নিজেদের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল।

বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথম সিটিকে চমকে দেয় ৯ ম মিনিটে। মিলোশ কেরকেজের কাছ থেকে বল পেয়ে বোর্নমাউথের পক্ষে অ্যান্তোনিও সেমেনিয়ো ম্যাচে লিড নেন। এরপর ৩৮তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি সিটির আক্রমণভাগের তারকা আর্লিং হালান্ড। একইভাবে ফিল ফোডেনও দ্বিতীয়ার্ধের শুরুতে গোলপোস্টের বাইরে শট নিয়েছেন।

পরবর্তী সময়ে প্রতিপক্ষের আক্রমণ সামলে ৬৪তম মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ। এবারও কেরেকেজের অ্যাসিস্ট, তার দারুণ নিচু ক্রসে চমৎকার স্লাইডে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন। মিনিট চারেক পরই আবারও তাদের গোলবার কাঁপিয়ে দেয় বোর্নমাউথ। গোলের লক্ষ্যে ম্যাচের প্রথম শটটি সিটি নেয় ৭৯তম মিনিটে। তবে হালান্ডের সেই শট ঝাঁপিয়ে ব্যর্থ হয় বোর্নমাউথ গোলরক্ষকের সামনে। সেই হতাশা কাটিয়ে ৮২তম মিনিটে ব্যবধান কমায় সিটি।

জোস্কো গাভারদিওল লাফিয়ে বল জালে জড়ান ইলকাই গুন্দোয়ানের ক্রসে। সমতা ফেরানোরও সুযোগ পেয়েছিলেন সিটির জেরেমি ডোকু। তবে তার শট ব্যর্থ হয় স্বাগতিক গোলরক্ষকের হাতে। একইভাবে হালান্ডও শেষ মুহূর্তে নেওয়া শটে পোস্টে লেগে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। আসরে নিজেদের প্রথম এই হারে সিটি নেমে গেছে ইপিএল টেবিলের দুইয়ে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩।

এদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমে একের পর আক্রমণেও হতাশ হতে হয়েছে লিভারপুলকে। তার আগেই ব্রাইটনের বিপক্ষে তাদের পিছিয়ে পড়তে মাত্র চতুর্দশ মিনিটে। শুরুতে পিছিয়ে পড়েও অবশ্য কোডি গাকপো ও মোহামেদ সালাহ’র গোলে অলরেডরা দারুণ জয় তুলে নিয়েছে। এর আগে ম্যাচের নবম মিনিটেই লিভারপুলকে হতাশ করেন ব্রাইটন গোলরক্ষক। তিনি বক্সের ভেতর থেকে নেওয়া দারউইন নুনিয়েজের শট ব্যর্থ করে দেন।

এরপর ১৪ মিনিটে লিভারপুলের বক্সে ড্যানি ওয়েলবেকের ফ্লিকে বল পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে গোল করেন ব্রাইটনের তুর্কি মিডফিল্ডার ফার্দি কাদিওলু। এর ১৩ মিনিট পর এবং বিরতির আগমুহূর্তে আবারও গোল খেতে বসেছিল স্বাগতিকরা। প্রথমে ইয়াসিন আয়ারির প্রচেষ্টা ঠেকান লিভারপুল গোলরক্ষক এবং পরের ওয়েলবেকের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও নুনিয়েজ বল বাইরে মেরে দেন।

গাকপোর কল্যাণে ম্যাচে সমতা টানে আর্নে স্লটের দলটি। ৬৯তম মিনিটে তার ক্রস ব্রাইটনের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। লিড নিতেও দেরি করেনি লিভারপুল। কাউন্টার অ্যাটাকে কার্টিস জোন্সের বাড়ানো পাস ধরে সালাহ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ে সফল লক্ষ্যভেদ করেন। যা এই মিশরীয় ফরোয়ার্ডের লিভারপুলের জার্সিতে ১৬৪তম গোল। এর মধ্য দিয়ে তিনি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় আটে উঠে গেলেন।

বাংলাদেশ সময়: ১১:১৫:৩৩   ৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ