ফিনল্যাণ্ডের প্রতিষ্ঠান কক্সবাজারে প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী: প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিনল্যাণ্ডের প্রতিষ্ঠান কক্সবাজারে প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী: প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



ফিনল্যাণ্ডের প্রতিষ্ঠান কক্সবাজারে প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী: প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত

ফিনল্যাণ্ডের কোম্পানি প্লাস্টিক শীট তৈরির জন্য কক্সবাজারে একটি প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী। ফিনল্যাণ্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো ল’হদেভির্তা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বলেন, ‘ফিনল্যাণ্ডের একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিসাইকেল করে প্লাস্টিক শিটে পরিণত করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।’

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশের সংস্কারে অবদান রাখতে চান।

রাষ্ট্রদূত লহদেভির্তা বলেন, ফিনল্যাণ্ডের সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং আরও এক মিলিয়ন ইউরো সুশীল সমাজের মাধ্যমে প্রদান করবে।

অধ্যাপক ইউনূস ছাত্র বিপ্লব, সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

তিনি বলেন, স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কার পদক্ষেপ ইতিমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করেছে।

তিনি আরো বলেন, ‘রিজার্ভ বাড়ছে,’ এবং সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহা না করেই আন্তর্জাতিক অর্থ প্রদান শুরু করেছে।

তিনি উল্লেখ করেন, তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে সার্ককে পুনরুজ্জীবিত করার একটি পদক্ষেপ নিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, ফিনল্যাণ্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ নিয়ে বাংলাদেশ সফরে আগ্রহী। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক এফডিআই (প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ) দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানান।

তিনি তাদের দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের এবং দক্ষ কর্মী নিয়োগ এবং এআই, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং সেক্টরের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে ফিনল্যাণ্ডের আগ্রহের কথাও জানান।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৭   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
শিশু ইউনুসের পাশে দাঁড়াতে পরিবারের আবেদন
৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল
একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ
সরিষাবাড়ী সেবা ও কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দেশের মেরিন একাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ