চলতি মাসেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ভারত। এই সিরিজে ব্যর্থ হলেই কোহলি-রোহিতদের জন্য বন্ধ হয়ে যেতে পারে জাতীয় দলের দরজা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটারদের সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারেন বোর্ড কর্তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি রোহিত-কোহলি-জাদেজারা। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে। তাই অস্ট্রেলিয়া সিরিজই হতে পারে রোহিত-কোহলিদের জন্য শেষ সুযোগ।
দু-একদিনের মধ্যেই বোর্ড কর্তাদের সঙ্গে সাধারণ আলোচনা হতে পারে প্রধান নির্বাচক অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই আলোচনায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজের ফলাফল নিয়ে আলোচনা হবে।। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে এটি সাধারণ একটা আলোচনা মাত্র। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করাই আছে। সেখানে বদলের তেমন কোনও সম্ভাবনাও নেই।
ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে আরও জানা গেছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তাহলে চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরে দল থেকে বাদ পড়তে পারেন। হয়তো তারা দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলেছেন। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত। যা পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্গত।
২০১১ সালে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে গড়া দল হঠাৎই খারাপ করতে শুরু করেছিল। তার পুনরাবৃত্তি চাচ্ছে না ভারতীয় বোর্ড। তাই আগারকার এবং গম্ভীর দলের চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাদের পরিকল্পনার কথা জানতে চাইতে পারেন।
আলোচনাটা রোহিত শর্মা, বিরাট কোহলি, বরীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েই। এই চারজন সরে গেলে পরবর্তী প্রজন্মও মোটামুটি তৈরি। টেস্ট দলে ঢুকতে পারেন সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কলেরা। অশ্বিনের জায়গা নিতে পারেন ওয়াশিংটন সুন্দর। আর জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল।
বাংলাদেশ সময়: ১০:২৯:১৪ ১৩ বার পঠিত