এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল

প্রথম পাতা » খেলাধুলা » এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে পয়েন্ট হারিয়েছিল এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষেও হারের ধারাবাহিকতা ধরে রাখল তারা, আর্জেন্টাইন তারকার দল এবার হজম করল ৪ গোল।

রোববার (৩ নভেম্বর) টটেনহ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। ডমিনিক সোলাঙ্কের জোড়া গোলের ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন ব্রেনান জনসন ও জেমস ম্যাডিসন। অ্যাস্টন ভিলার একমাত্র গোলটি মরগ্যান রজার্সের। এ নিয়ে তিন ম্যাচ ধরে জয়হীন ভিলা।

টটেনহ্যামের মাঠে শুরুতেই চমক উপহার দেয় অ্যাস্টন ভিলা। ৩২ মিনিটে মরগ্যান রজার্সের গোলে লিড নেয় অতিথি দল। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ৪৯ মিনিটে যার শুরুটা করেন জনসন।

৭৫ থেকে ৭৯ মিনিটে ব্যাপক চাপ তৈরি করে টটেনহ্যাম। অবশ্য সেখানে অ্যাস্টন ভিলার ডিফেন্ডারদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। জোড়া গোল করে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেন সোলাঙ্কে।

ম্যাচের যোগ করা সময়ে জেমস ম্যাডিসন আরও একটি গোল করলে বড় হারের লজ্জায় ডুবে অ্যাস্টন ভিলা। এই হারে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উনাই এমিরির দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এরপরেই আছে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১০:৫১:৫৪   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়
রেকর্ডগড়া রাতে গোল ‘ছিনতাইয়ের’ অভিযোগ, যা বললেন রাফিনিয়া
ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ