এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল

প্রথম পাতা » খেলাধুলা » এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে পয়েন্ট হারিয়েছিল এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষেও হারের ধারাবাহিকতা ধরে রাখল তারা, আর্জেন্টাইন তারকার দল এবার হজম করল ৪ গোল।

রোববার (৩ নভেম্বর) টটেনহ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। ডমিনিক সোলাঙ্কের জোড়া গোলের ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন ব্রেনান জনসন ও জেমস ম্যাডিসন। অ্যাস্টন ভিলার একমাত্র গোলটি মরগ্যান রজার্সের। এ নিয়ে তিন ম্যাচ ধরে জয়হীন ভিলা।

টটেনহ্যামের মাঠে শুরুতেই চমক উপহার দেয় অ্যাস্টন ভিলা। ৩২ মিনিটে মরগ্যান রজার্সের গোলে লিড নেয় অতিথি দল। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ৪৯ মিনিটে যার শুরুটা করেন জনসন।

৭৫ থেকে ৭৯ মিনিটে ব্যাপক চাপ তৈরি করে টটেনহ্যাম। অবশ্য সেখানে অ্যাস্টন ভিলার ডিফেন্ডারদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। জোড়া গোল করে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেন সোলাঙ্কে।

ম্যাচের যোগ করা সময়ে জেমস ম্যাডিসন আরও একটি গোল করলে বড় হারের লজ্জায় ডুবে অ্যাস্টন ভিলা। এই হারে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উনাই এমিরির দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এরপরেই আছে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১০:৫১:৫৪   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ