এক বছর পর মাঠে ফেরা নেইমারের নতুন ইনজুরি

প্রথম পাতা » খেলাধুলা » এক বছর পর মাঠে ফেরা নেইমারের নতুন ইনজুরি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



এক বছর পর মাঠে ফেরা নেইমারের নতুন ইনজুরি

গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমার জুনিয়রকে। গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হয় তার। আল আইনের বিপক্ষে সেই ম্যাচে এই ব্রাজিলিয়ান সুপারস্টার গোল বা অ্যাসিস্ট না পেলেও তার মাঠে ফিরতে পারা নিয়েই স্বস্তি পেয়েছিল সমর্থকরা। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ছিঁটকে যাওয়ার শঙ্কায় নেইমার। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

গতকাল সোমবার (৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে বড় জয় পায় তারা। তবে বড় জয়ের দিনেও আল হিলালের জন্য হতাশার কারণ নেইমারের ইনজুরি।

এসিএল ইনজুরি কাটিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা নেইমার। সোমবার একই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে ফের মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি তার জন্য। ৩০ মিনিটও খেলতে পারেননি তিনি। তার আগেই ডান পায়ের পেছনের দিকে চেপে ধরে শুয়ে পড়েন মাঠে। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪৭ মিনিট খেলেই ফের ইনজুরিতে পড়লেন এই সুপারস্টার।

জানা গেছে,উরুর ইনজুরিতে পড়েছেন নেইমার। তবে তার এই ইনজুরি কতটা মারাত্মক তা এখনও পরিষ্কার নয়। ফলে মাঠে ফিরতে তার ঠিক কতদিন লাগবে তাও নিশ্চিত নয়।

তবে নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করছেন। ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

আল হিলালের অবশ্য খুব বেশি চিন্তার কারণ নেই। সৌদি প্রো লিগের স্কোয়াডে না থাকায় আগামী দুই ম্যাচ নেইমার এমনিতেও খেলতে পারতেন না। আশা করা হচ্ছে, আগামী ২৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের প্রত্যাবর্তন হবে নেইমারের।

গত বছর সবাইকে অবাক করে সৌদি লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু গত প্রায় দেড় বছরে হেলালিদের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত বছর অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএল ইনজুরিতে পড়েন এই ফরোয়ার্ড। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:১৪:৪১   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ