সাহিত্যকর্মে জুলাই বিপ্লবকে সমুন্নত করতে সাংবাদিক মাহবুব মোর্শেদের আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাহিত্যকর্মে জুলাই বিপ্লবকে সমুন্নত করতে সাংবাদিক মাহবুব মোর্শেদের আহ্বান
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



সাহিত্যকর্মে জুলাই বিপ্লবকে সমুন্নত করতে সাংবাদিক মাহবুব মোর্শেদের আহ্বান

লেখক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ আজ এক স্মারক বক্তৃতায় সাহিত্যকর্মে ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে পরিচালিত গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য ঘটনা এবং জনগণের উপর দমন-পীড়নের ঘটনা চিত্রিত করতে লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনসহ দেশের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাগুলো সাহিত্যকর্মে অনুপস্থিত। ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ইতিহাস এবং উল্লেখযোগ্য ঘটনাগুলি মানুষ ভুলে যাবে, যদি এটি সাহিত্যকর্মের মাধ্যমে সংরক্ষণ করা না হয়’।

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান সম্মেলন কক্ষে ঐতিহ্য প্রকাশনীর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত “অভ্যুত্থান-পরবর্তী সাহিত্য: সংকট ও সম্ভাবনা” শীর্ষক স্মারক বক্তৃতায় বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে কিভাবে ফ্যাসিবাদের চর্চা হয়েছে তা সাহিত্যকর্মে চিত্রিত করা উচিত।

লেখক আওয়ামী ফ্যাসিবাদ এবং জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে লেখার সময় সাহিত্যকর্মে উপমা ও রূপক ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন যাতে পাঠকদের ঘটনাগুলি বোঝা সহজ হয়।

তিনি বলেন, “যদি দমন-পীড়নের গল্প সরাসরি না লেখা হয়, তার পরও জনগণ নিশ্চিতভাবে বুঝবে এই শাসনামলে কী ঘটেছিল।”

মাহবুব বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে নৃশংসতা, হত্যা, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য ঘটনাগুলো ভুলে গিয়ে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি।”

তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়িত্বগুলোকে ছোট করে দেখাতে আমরা যথেষ্ট পরিপক্ক হইনি। . . আমরা এখনও পরাজিত মানসিকতা বহন করছি। আমরা যে বিজয়ী তা বুঝতে পারছি না’।

মাহবুব বলেন, “আওয়ামী লীগের দৃশ্যমান নিদর্শন মুছে ফেলার পর আমরা ভাবতে শুরু করেছি আওয়ামী লীগ ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে…কিন্তু বাস্তবে তারা সবাই ছদ্মবেশে দেশে আছে।’

তিনি বলেন, এমনকি সংবাদপত্র এবং টেলিভিশনগুলিও এমন একটি বড় রাজনৈতিক ঘটনার দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদের অবসানের পর প্রতিদিনের বিষয় নিয়ে ব্যস্ত থাকে… ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি নিয়ে আজকাল হাতে গোনা কয়েকটি খবর দেখা যায়।

বাসসের প্রধান সম্পাদক বলেন, কিছু কিছু গণমাধ্যম মাঝে মাঝে দুর্নীতি নিয়ে কিছু গল্প প্রকাশ করে, তবে শেখ হাসিনা এবং তার এমপি ও মন্ত্রীদের দুর্নীতি ও অনিয়ম মিডিয়ায় অনুপস্থিত।

ফ্যাসিবাদী শাসনামলে লেখালেখির সংকটকালীন সময়ের কথা স্মরণ করে মাহবুব বলেন, “যখনই আমরা কিছু লিখতে চাই তখন আমাদের নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে হয়, কারণ আমরা জানি না কখন পুলিশ এসে আমাদের ডিভাইসগুলো আটক করে।”

এছাড়াও, কলকাতা ভিত্তিক লেখকদের প্রভাবের কারণে প্রবীণ লেখকরা কখনই যথাযথ মূল্য এবং স্বীকৃতি পান না, “সেই লেখকরা কলকাতা বা ভারতের প্রতিনিধিত্ব করে প্রশংসা এবং পুরস্কার পেতেন।”

বাংলাদেশ স্টাডি ফোরামের ইমরান নাফিসের সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল শিক্ষক তানিম নওশাদ।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৭   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মোংলা হবে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা
আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: রেল উপদেষ্টা
ফের নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
সাহিত্যকর্মে জুলাই বিপ্লবকে সমুন্নত করতে সাংবাদিক মাহবুব মোর্শেদের আহ্বান
রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, আসামি ‘পলাতক’
কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর
স্বৈরাচারের প্রেতাত্মারা ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে : তারেক রহমান
সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ