মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে পাঁচ বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দেশটির বেসরকারি নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে একজন টানা পাঁচ বার ও আরেক জন ছয়বার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন আমেরিকান। এদের মধ্যে কয়েকজন নির্বাচিত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে তিনি প্রথম নির্বাচিত হন। এরপর টানা ১৪ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন।

রেকর্ড ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান।

জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান স্টেট সিনেটর।

একই রাজ্যে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম। ২৭ বছর বয়সি নাবিলা দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও পেনসিলভানিয়া, মিশিগান, নিউ জার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেকের ফলাফল এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৩   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল, নিহত আরও ৩৮
মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ