নিজের দলের খেলোয়াড়ের কলার ধরে কোচের টানাহেঁচড়া

প্রথম পাতা » খেলাধুলা » নিজের দলের খেলোয়াড়ের কলার ধরে কোচের টানাহেঁচড়া
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



নিজের দলের খেলোয়াড়ের কলার ধরে কোচের টানাহেঁচড়া

দৃশ্যটা দেখলে যে কারো মনই ব্যথিত হয়ে যেতে বাধ্য। ইতালির তৃতীয় সারির লিগের দল ত্রিয়েস্টিনার কোচ পেপ ক্লোটেট এমন কাণ্ডই ঘটিয়েছেন তারই শিষ্য রাইমন্ড ক্রলিসের সঙ্গে।

শুক্রবার (৮ নভেম্বর) সিরিয়া ‘সি’তে জিয়ানা এরমিনিওর মুখোমুখি হয় ত্রিয়েস্টিনা। ওই ম্যাচে ৩৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ক্রলিস। কার্ড দেখে তিনি যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন সীমানার কাছে তাড়াহুড়ো করে এসে ক্রলিসের জার্সির কলার চেপে ধরেন কোচ ক্লোটেট। শুধু কলার চেপে ধরেই ক্ষান্ত হননি স্প্যানিশ কোচ, ক্রলিসকে নিয়ে টানাহেঁচড়াও করেন। টানাহেঁচড়া করে ক্রলিসকে ৩-৪ হাত দূরে নিয়ে গিয়ে নিস্তার দেন। এরপর ক্লোটেট আবার নিজের জায়গায় ফিরে যান। এ সময় একটুও প্রতিবাদ করেননি লাটভিয়ান ফুটবলার।

স্পেজিয়া থেকে এ মৌসুমেই ধারে দলবদল করা ক্রলিস ত্রিয়েস্টিনার হয়ে আর খেলতে পারবেন না বলে জানিয়েছেন ক্লোটেট। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি তার মুখে মুখে বলে দিয়েছি, এই ক্লাবের হয়ে আর খেলতে পারবে না।’

ক্রলিসের সঙ্গে ঘট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে উল্লেখ করেছেন ক্লোটেট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাথায় কী চলছে, জানেন? আমার ৮ বছর বয়সি একটা ছেলে আছে, ও ঘটনাটা দেখেছে। এমন একটা সংস্কৃতির দেশের আমি, যেখানে এগুলো অগ্রহণযোগ্য, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এখন তৃতীয় সারির দলের দায়িত্বে থাকলেও ৪৭ বছর বয়সি ক্লোটেট এক সময় বারমিংহাম সিটি, ব্রেসসিয়া, এসপিএএলের মতো দলগুলোকে কোচিং করিয়েছেন। তাও তিনি কীভাবে এমন কাণ্ড ঘটালেন, অনেকের কাছেই বিষয়টি বোধগম্য নয়।

বাংলাদেশ সময়: ১৯:১৪:১১   ২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ