দৃশ্যটা দেখলে যে কারো মনই ব্যথিত হয়ে যেতে বাধ্য। ইতালির তৃতীয় সারির লিগের দল ত্রিয়েস্টিনার কোচ পেপ ক্লোটেট এমন কাণ্ডই ঘটিয়েছেন তারই শিষ্য রাইমন্ড ক্রলিসের সঙ্গে।
শুক্রবার (৮ নভেম্বর) সিরিয়া ‘সি’তে জিয়ানা এরমিনিওর মুখোমুখি হয় ত্রিয়েস্টিনা। ওই ম্যাচে ৩৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ক্রলিস। কার্ড দেখে তিনি যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন সীমানার কাছে তাড়াহুড়ো করে এসে ক্রলিসের জার্সির কলার চেপে ধরেন কোচ ক্লোটেট। শুধু কলার চেপে ধরেই ক্ষান্ত হননি স্প্যানিশ কোচ, ক্রলিসকে নিয়ে টানাহেঁচড়াও করেন। টানাহেঁচড়া করে ক্রলিসকে ৩-৪ হাত দূরে নিয়ে গিয়ে নিস্তার দেন। এরপর ক্লোটেট আবার নিজের জায়গায় ফিরে যান। এ সময় একটুও প্রতিবাদ করেননি লাটভিয়ান ফুটবলার।
স্পেজিয়া থেকে এ মৌসুমেই ধারে দলবদল করা ক্রলিস ত্রিয়েস্টিনার হয়ে আর খেলতে পারবেন না বলে জানিয়েছেন ক্লোটেট। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি তার মুখে মুখে বলে দিয়েছি, এই ক্লাবের হয়ে আর খেলতে পারবে না।’
ক্রলিসের সঙ্গে ঘট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে উল্লেখ করেছেন ক্লোটেট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাথায় কী চলছে, জানেন? আমার ৮ বছর বয়সি একটা ছেলে আছে, ও ঘটনাটা দেখেছে। এমন একটা সংস্কৃতির দেশের আমি, যেখানে এগুলো অগ্রহণযোগ্য, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এখন তৃতীয় সারির দলের দায়িত্বে থাকলেও ৪৭ বছর বয়সি ক্লোটেট এক সময় বারমিংহাম সিটি, ব্রেসসিয়া, এসপিএএলের মতো দলগুলোকে কোচিং করিয়েছেন। তাও তিনি কীভাবে এমন কাণ্ড ঘটালেন, অনেকের কাছেই বিষয়টি বোধগম্য নয়।
বাংলাদেশ সময়: ১৯:১৪:১১ ১৬ বার পঠিত