এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : শ্রম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : শ্রম উপদেষ্টা
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হলো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয়। গত তিন মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা এরই মধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ যেটার কথা আমরা মুখে বলছি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে।

এরই মধ্যে আর সরকার গঠনের আগেই ১০৬-এ (সংবিধানের ১০৬ অনুচ্ছেদ) এ সরকারের বৈধতা দেওয়া হয়েছে। যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে সেটার মাধ্যমে আরও লিগ্যাল রেটিফিকেশন হবে- বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে, দেশের বাইরে বসে বসে পোস্ট করে, সেখানে কিন্তু শ্রমিকদের উস্কে দেওয়ার মতো কিছু পোস্ট গতকালকে আপনাদের দেখার কথা, আমার চোখে পড়েছে। ‌ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে ভাই। সেটা তো সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে। এগুলো কাউন্টার করার ক্ষেত্রে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিত, আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কথায় বিশেষ বড় অংশের কেউ কনভিন্স না। ‌না হলে আওয়ামী লীগের আহবানে শ্রমিকরা আজকে মিছিল নিয়ে আসত ঢাকার দিকে। কেউ তো আসেনি।’

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৭   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ রোপণ বন্ধ হবে
চিহ্নিত করেছি, কারা বন্দরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে: সাখাওয়াত
ফ্যাসিবাদের আমলে গায়েবি মামলা হতো, এখন হচ্ছে ঢালাও: আসিফ নজরুল
সেনাবাহিনী প্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আল আজহারের গ্র্যান্ড ইমাম
বিতর্কিত কাউকে যেন সরকারে দায়িত্ব না দেওয়া হয়: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : নাহিদ ইসলাম
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
৩০ লাখ ঢাকাবাসীর জন্য ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্কের সহায়তা
টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ