সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ মোড় সংলগ্ন এলাকায় টিনশেটের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাতও ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে মেসার্স মা ডেকোরেটর, মেসার্স এসএমআর অনলাইন সার্ভার, আলম ষ্টোর ও আলতাফ ষ্টোর সহ প্রায় ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছোট-বড় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী রঞ্জু মিয়া বলেন, আমি একজন তরুণ উদ্যোক্তা। আমি ছাত্র জীবন থেকেই তিলে তিলে গড়ে তুলেছিলাম এই প্রতিষ্ঠান। আজ সারাজীবনের সম্বল একরাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা ডেকোরেটরের সমস্ত মালামাল ডিশ ও ওয়াই ফাই সার্ভিসের ইলেক্ট্রনিক, মেশিনারিজ সহ আমাদের প্রায় দুই ৭০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই ৫টি দোকানের সব মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা থানায় এসে ক্ষয়ক্ষতির একটি জিডি করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, বিষয়টি আমি অবগত নই। তবে ক্ষতিগ্রস্তরা অফিসে যোগাযোগ করলে ক্ষতিপূরণের বিষয়টি দেখবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১:১৬:২৪ ১৭১ বার পঠিত