মহানগর বিএনপি কোন অপশক্তির কাছে মাথা নত করবে না: সাখাওয়াত হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহানগর বিএনপি কোন অপশক্তির কাছে মাথা নত করবে না: সাখাওয়াত হোসেন
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



মহানগর বিএনপি কোন অপশক্তির কাছে মাথা নত করবে না: সাখাওয়াত হোসেন

হাসিনা সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা পর্যন্ত এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

সোমবার (১১ নভেম্বর) বন্দরে এক সমাবেশে এই কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র উদ্যোগে বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির পূর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর থানা বিএনপি’র সভাপতি মো. শাহেন শাহ আহমেদ‘র সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সাখাওয়াত হোসেন বলেন, গত ৫ আগস্টের পূর্বে যারা রাজপথে ছিলেন, যারা স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন মহানগর বিএনপি শুধু তাদেরকেই মূল্যায়ন করবে। দলের নিবেদিত প্রাণ এ সকল নেতাকর্মীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এই শাহেনশাহ আহমেদ, মাজারুল ইসলাম হিরন, নাজমুল হক রানা, হারুনুর রশিদ লিটন, মহিউদ্দিন শিশিরসহ যারা হামলা মামলাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন তাদেরকে সাথে নিয়েই বন্দরে বিএনপিকে প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, কোনো অপশক্তির কাছে মহানগর বিএনপি মাথা নত করবে না। কোনো অপশক্তির কাছে বন্দর থানা বিএনপি মাথা নত করবে না। কোনো অপশক্তির কাছে বন্দর উপজেলা বিএনপি মাথা নত করবে না।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন শুধুমাত্র দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫০   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
সরকারি স্কুলগুলোতে এখনো অনেক সমস্যা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা
বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া
১৩৬৬ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই:প্রধান উপদেষ্টা
ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ঘণ্টব্যাপী বৈঠকে সার্ক কার্যকরে আলোচনা
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে
বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ