রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে আজ সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও সদস্যরা।এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়াসহ জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্ৰ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক ক্যও সিং মং, নাই উ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা,সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মোঃ হাবিব আজম,মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা, লুৎফুন্নেসা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকার শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো।
বাংলাদেশ সময়: ১৫:২৪:২৭ ৪২ বার পঠিত