ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলের রাজধানীতে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। ঘটনাস্থল থেকে সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ধাপ দূরে।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়। আর তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ নিশ্চিত করেছে, তারা ভবনের বাইরে একটি মরদেহ পেয়েছে। তবে এখনও বিস্তারিত জানাতে পারেনি তারা।

সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেছেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, আমি সুপ্রিম কোর্ট এবং নিম্নকক্ষে হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই হামলার পেছনের কারণ জানতে হবে। যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা নিশ্চিত করতে পারেন, সুপ্রিম কোর্টের সামনে একটি মরদেহ আছে। তবে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের বলেন, এক ব্যক্তি আদালতের প্রবেশদ্বারের কাছে যাওয়ার পর প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। তদন্ত অব্যাহত থাকার সময় বৃহস্পতিবার সংসদ বন্ধ রাখার সুপারিশ করেছি।

এর আগে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটি খালি করা হয়েছে। বিচারপতিরা একটি পূর্ণাঙ্গ অধিবেশনের শুনানি শেষ করার পরই ওই ঘটনা ঘটে। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৪   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান
ভিয়েতনামের অস্ত্র প্রদর্শনীতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৭৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২
উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করলো ইরান
সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র ও জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ