জামালপুর প্রতিনিধি : কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হাডুডু। তাই হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয়েছে হাডুডু খেলার প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা ঐক্য পরিষদের আয়োজনে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি হাডুডু টুর্নামেন্ট/২০২৪ এর আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার কথা শুনে বিপুল উৎসাহ-উদ্দীপনার নিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ খেলার মাঠে এসে উপচে পড়া ভিড় জমায় এবং খেলা উপভোগ করে।
এ খেলার আয়োজক কমিটি ও স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়েছে।
এছাড়াও খেলার সময় দেখা যায়,করতালির মধ্যদিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন দর্শকেরা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলে শিশু-কিশোররা।
উদ্বোধনী এ খেলার উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম জিএস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, সাতপোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর আলী, সদস্য সচিব হাসানুর রহমান স্বপন ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের খেলা প্রিয় জনতা।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় জাকারিয়া পরিবহন মুশুদ্দি বনাম মনসুর নগর কাজিপুর অংশ নেয়। এতে মনসুর নগর কাজিপুর বিজয়ী হয়।
খেলা দেখতে আসা চর আদ্রা গ্রামের রঞ্জু মিয়া, হাছান মণ্ডল, রিপন মিয়াসহ আরো অনেকেই জানান, দূর-দূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন। অনেক ভালো লেগেছে। তবে যেকোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে বের করে আনার জন্য এসব খেলার কোন বিকল্প নেই।
খেলোয়াড় তুহিন, ফারুক ও রনি জানান, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত। তবে নতুন নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হাডুডু খেলার প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।
আয়োজক কমিটির সদস্য নুরু মেম্বার বলেন বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:৩২:৪১ ২১১ বার পঠিত