শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বামপন্থী জোটের বিপুল জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বামপন্থী জোটের বিপুল জয়
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বামপন্থী জোটের বিপুল জয়

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে।

কলম্বো থেকে এএফপি জানায়, অর্থনৈতিক সংকটের জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে তার বামপন্থী জোটকে অন্তর্বর্তী পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট দিশানায়েকে।

দুই বছর আগে আর্থিক বিপর্যয় দ্বীপরাষ্ট্রটিকে ব্যাপক সংকটে ফেলে। একজন স্ব-স্বীকৃত মার্কসবাদী, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতিতে সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন দিশানায়েকে।

তফসিলের প্রায় ১০ মাস আগে আগাম নির্বাচন আহ্বান করার এবং তার এজেন্ডার জন্য সংসদীয় সমর্থন নিশ্চিত করার তার সিদ্ধান্ত শুক্রবার প্রমাণিত হয়। তার ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৫৯টি আসন পেয়েছে।

ফলাফলটি এনপিপিকে একটি নিরঙ্কুশ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে যা প্রেসিডেন্ট পদ সম্পূর্ণভাবে বাতিল করার এবং প্রধানমন্ত্রীকে সরকার প্রধান করার প্রস্তাবিত পরিকল্পনাসহ সাংবিধানিক সংশোধনীগুলোকে দূরে ঠেলে দেবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দিশানায়েক বলেন, ‘যারা পুনর্জাগরণের জন্য ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

জোটটি একটি বিশাল ৬১.৫ শতাংশ ভোট জিতেছে। বিরোধী নেতা সজিথ প্রেমাদাসার দল ১৭.৬ শতাংশ ভোট নিয়ে বেশ পিছিয়ে রয়েছে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো দ্বীপের সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের অধ্যুষিত উত্তরাঞ্চলীয় জেলা জাফনাতে তার দল সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করে।

শ্রমিক সন্তান ৫৫ বছর বয়সী অনূঢ়া কুমারা দিশানায়েকে, প্রায় ২৫ বছর ধরে এমপি ছিলেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির কৃষিমন্ত্রী ছিলেন। সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনূঢ়া। তবে তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৮   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বামপন্থী জোটের বিপুল জয়
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
পোল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন, টার্গেট রাশিয়া?
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘের নিন্দা
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
অ্যাটর্নি জেনারেল পদে বিশ্বস্ত ম্যাট গেটজকে বেছে নিলেন ট্রাম্প
ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
লেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ