রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

প্রথম পাতা » খেলাধুলা » রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

আইপিএল আসার পর থেকেই ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার ধরন অনেকটাই বদলে গিয়েছে। আক্রমণাত্মক ব্যাটিংকে নতুন এক রূপ দিয়েছে ভারতের টি-টোয়েন্টি দল। প্রতিনিয়ত সেই রূপ আরও ভয়ঙ্কর বেশ ধারণ করছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ভয়ঙ্কর সেই রূপ এবার দেখা গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ভারত। সেখানে তিনটিতেই দুইশোর্ধ্ব রান করেছে ভারত। তবে ভয়াবহতার সব গণ্ডি ছাড়িয়ে গেছে চতুর্থ ম্যাচে সফরকারীদের ব্যাটিং। তিলক ভার্মা এবং সানজু স্যামসন ব্যাট হাতে যা করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য।

শুক্রবার (১৫ নভেম্বর) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৩ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৪৮ রানেই। ১৩৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই তাণ্ডব শুরু করেন সানজু স্যামসন। আরেক ওপেনার অভিষেক শর্মাও তাকে সঙ্গ দেন ঝোড়ো ব্যাটিংয়ে। পাওয়ারপ্লে থেকে ৭৩ রান। পাওয়ারপ্লের শেষের ওভারে ১৮ বলে ৩৬ রান করে ফেরেন অভিষেক।

ভারতের ইনিংসের বাকি গল্পটা জুড়ে শুধুই স্যামসন-তিলকের ঝড়। জোহানেসবার্গের চেনা ২২ গজে এদিন প্রোটিয়া বোলাররা বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। দুই প্রান্তেই সমানতালে ব্যাট চালিয়েছেন এই দুই ব্যাটার। দুজনেই পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, তিন অঙ্কের এই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল।

ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছেন এই দুজন। ৯৩ বলে গড়েছেন ২১০ রানের অবিচ্ছিন্ন জুটি। আর সেই জুটিতে হয়েছে রেকর্ডও। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের সর্বোচ্চ রানের জুটি এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। ৫৬ বলের ইনিংসে ৯ ছক্কা ও ৬ চারে ১০৯ রান করেছেন সানজু স্যামসন। ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে ১২০ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন তিলক।

জবাব দিতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

পঞ্চম উইকেট জুটিতে স্টাবস ও ডেভিড মিলার মিলে ৮৬ রান যোগ করে কিছুটা হলেও ব্যবধান কমিয়েছেন। তবে দলীয় ৯৬ রানে স্টাবস বিদায় নিলে পুরো ২০ ওভারও আর খেলতে পারেনি প্রোটিয়ারা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩০   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়
পাকিস্তান সরে দাঁড়ালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র, বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের অবস্থা কী?
সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আরেকটি সম্মাননা
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের
মিচেলের বিশ্বরেকর্ড, ১০৮ রানের পুঁজি নিয়েও জিতল নিউজিল্যান্ড
চার পেসারের নৈপুণ্যে ২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ