৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » ৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

টানা তিন হারে সিরিজ খোয়ানোর পর চতুর্থ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

শনিবার (১৬ নভেম্বর) রাতে ২১৯ রান তাড়া করতে নেমে এভিন লুইস ও শাই হোপের বিধ্বংসী ফিফটির ইনিংসে ৬ বল হাতে রেখেই ২২১ রান তুলে নেয় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ক্রিজে ঝড় তোলেন লুইস ও হোপ। ইংলিশ বোলারদের তুলোধুনো করে ৯ ওভারের মধ্যেই দুজনে দলকে এনে দেন ১৩৬ রান। দশম ওভারে গিয়ে রেহান আহমেদের ওভারে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। ৩১ বলে ৭ ছক্কা ও ৪ চারের মারে ৬৮ রান করে রেহানের বলে মসলিকে ক্যাচ দেন লুইস। ২৪ বলে ৭ চার ও ৩ ছক্কার মারে ৫৪ রান করে রানআউট হন হোপ। ওভারের তৃতীয় বলেই রেহান শিকার করেন নিকোলাস পুরানকে।

এদিন খাতা খুলতে পারেননি পুরান, যিনি এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে পুরানের এটি ১০২ নম্বর টি-টোয়েন্টি ম্যাচ। তিনি টপকে যান কিরন পোলার্ডকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পোলার্ড খেলেছেন ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ।

রেহানের সে দুর্দান্ত ওভারের পরে অবশ্য ইংল্যান্ড তেমন আর প্রতিরোধ গড়তে পারেনি। লুইস-হোপ জয়ের যে ভিত গড়ে দিয়েছিলেন, সেটার সমাপ্তি টানে রভম্যান পাওয়েল ও শেলফান রাদারফোর্ড। রভম্যান ২৩ বলে ৩৮ রান করে আউট হলেও ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ইংল্যান্ডের হয়ে ৪৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন রেহান।

এর আগে টানা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের লক্ষ্যে ড্যারেন সামি স্টেডিয়ামে ইংল্যান্ডকে বড় পুঁজি এনে দিয়েছিলেন ফিল সল্ট-জ্যাক বেথেলরা। ৩২ বলে ৫ ছক্কা ও ৪ চারের মারে ৬২ রানে অপরাজিত ছিলেন বেথেল। ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৫ রান করে সল্ট। এছাড়া জস বাটলার ২৩ বলে ৩৮, উইল জ্যাকস ১২ বলে ২৫ আর স্যাম কারেন ১৩ বলে ২৪ রান করেন।

তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ইংল্যান্ড। যদিও বোলারদের ব্যর্থতায় এ পুঁজিতে ক্যারিবিয়ানদের আটকে রাখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন গুদাকেশ মোতি।

টানা তিন ম্যাচ হেরে আগে সিরিজ খোয়ানো ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ম্যাচ জিতে আপাতত হোয়াইওয়াশের শঙ্কা এড়ালো। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুদল।

বাংলাদেশ সময়: ১১:১৭:৫২   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ