যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের আলাদা তিনটি জায়গায় গৃহহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ।

আমেরিকান সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণশ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সিচালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি বলে উল্লেখ করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে আটবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালিয়েছেন।

এর আগে, দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়ন্সে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার এক ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আলাদা বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। যদিও, এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি। এমনকি জানা যায়নি হামলার কারণ।

বাংলাদেশ সময়: ১২:১৭:২৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে কূটনীতিকদের সংবর্ধনা
পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো
বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার
বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের
ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত
যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত
ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, জর্ডানের নিন্দা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ