‘লালন মেলা নির্বিঘ্নে করার ব্যবস্থা ডিসি নিশ্চিত করবেন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লালন মেলা নির্বিঘ্নে করার ব্যবস্থা ডিসি নিশ্চিত করবেন’
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



‘লালন মেলা নির্বিঘ্নে করার ব্যবস্থা ডিসি নিশ্চিত করবেন’

নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর গ্রামে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী ‘মহতি সাধুসঙ্গ ও লালন মেলা নির্বিঘ্নে যাতে হতে পারে’ সে ব্যাপারে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা৷

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধের চেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান৷

বিগত বছরগুলোর মতো এবারও উপজেলার কাশীপুর ইউনিয়নের ওই গ্রামে সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করেছে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী৷ আগামী শুক্রবার শুরু হবে দু’দিনব্যাপী এ আয়োজন৷

এদিকে, লালন মেলা বন্ধের দাবি জানিয়ে গত শুক্রবার এলাকায় শতাধিক ব্যক্তি ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল করেছে৷ ওইদিন লালন মেলা বন্ধের ‘হুমকি’ দিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল৷

‘তৌহিদী জনতার’ পক্ষে কয়েকজন মুসুল্লি গত সোমবার জেলা প্রশাসকের কাছে এ মেলা বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে৷

মেলা বন্ধের এ চেষ্টার প্রতিবাদ জানিয়ে বুধবার মানববন্ধনের আয়োজন করে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমী৷ মানববন্ধনে সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন৷

মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘এদেশে অসংখ্য আউল-বাউল-ফকির-সন্নাসী রয়েছে৷ এ বছর লালনের আড়াইশতম জন্মবর্ষ৷ লালন আমাদের দেশ শুধু না, সারাবিশ্বে লালন পরিচিতি পেয়েছেন তাঁর মানবতার বাণী প্রচারের মধ্য দিয়ে৷

‘আঠারো কোটি মানুষের এদেশ আউল, বাউল, ফকির, সন্ন্যাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী বাঙালির সকলের৷ কারও মতপ্রকাশে বাধা দেওয়া যাবে না৷ একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল— এদেশটি সকল মানুষের হবে৷ সকল বৈষম্য দূরীকরণের মধ্য দিয়ে সকল মত প্রতিষ্ঠা আমরা করবো৷’

জেলা প্রশাসকের উদ্দেশ্যে রাব্বি বলেন, ‘আপনার দায়িত্ব হচ্ছে শান্তি, শৃঙ্খলা নির্বিঘ্ন করা, মত প্রকাশ এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা৷ নির্বিঘ্নে যাতে লালন মেলা হতে পারে সে ব্যবস্থা রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাকে করতে হবে৷’

মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল বলেন, ‘আমরা প্রতিবছরই সাঁইজির নামে সাধুসঙ্গ হয়৷ এ অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন প্রশাসন নেয়৷ এ পৃথিবীতে প্রকৃতির সকল প্রাণীর সমান অধিকার৷’

বক্তারা বলেন, ‘এ বিশ্বে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ রয়েছে৷ এ বিশ্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে৷ বাংলাদেশে প্রধানত জাতিগতভাবে আমরা বাঙালি হলেও, এদেশে প্রায় পঞ্চাশের অধিক আদিবাসী রয়েছে৷ তারা এ ভূখন্ডের স্বাধীনতার জন্য যেমনি রক্ত দিয়েছে, এ ভূখন্ডের মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন সময় লড়াই করেছে৷ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এবং আদিবাসীদের সকলে মিলে আমাদের এ বাংলাদেশ৷ এখানে প্রত্যেকের স্ব-স্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে৷’

তারা আরও বলেন, ‘নিজের মত আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তার কণ্ঠরোধ করা শুধু চব্বিশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধেই নয়, এটি একাত্তরের বিরোধীতা এবং আমাদের সংবিধানেরও বিরোধীতা৷ এ জাতিগোষ্ঠীর স্বার্থে আমরা এটা প্রতিহত করবো৷’

এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, গণসংহতি আন্দোলনের মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব প্রমুখ৷

বাংলাদেশ সময়: ২৩:২২:৫১   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে
বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
রেমিট্যান্স সার্টিফিকেট দিতে গড়িমসি ব্যাংকের, ভোগান্তিতে প্রবাসীরা
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
বরিশালে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ যুবক আটক
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ