বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের

প্রথম পাতা » খেলাধুলা » বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। চতুর্থ দিনের তৃতীয় সেশনে অ্যালেক্স ক্যারির বোল্ডের মাধ্যমে ২৩৮ রানে থামে অজিদের ইনিংস। এতেই ভারত ম্যাচ জিতে নেয় বড় ব্যবধানে।

তৃতীয় দিন শেষে অবশ্য জয়ের কাছেই ছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানে ভর করে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। বড় লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পড়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতের করা ১৫০ রানের জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১০৪ রানে অলআউট হলে ভারত ৪৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত যশস্বী জয়সওয়ালের ১৬১ ও বিরাট কোহলির ১০০ রানের সুবাদে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান।

বড় লক্ষ্য তাড়ায় বুমরা ও সিরাজের তোপে ৩ উইকেট হারিয়ে ১২ রান তুলে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেও চলে পেসারদের দাপট। উসমান খাজা ও স্টিভ স্মিথকে তোলে নেন সিরাজ।
৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। ষষ্ঠ উইকেট জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ৮২ রান যোগ করেন। ১৬১ রানে এই জুটি ভাঙেন বুমরা। ৮৯ রান করেন হেড। হেডের বিদায়ের কিছুক্ষণ পর মার্শও বিদায় নেন।
নিতিশ কুমারের বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন মার্শ।

শেষদিকে অ্যালেক্স ক্যারি একাই লড়ে যান। তাতে অবশ্য বড় হার এড়াতে পারেনি তার দল। শেষ ব্যাটার হিসেবে হার্ষিত রানার বলে আউট হওয়ার আগে ৩৬ রান করেন ক্যারি।

প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা বুমরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। সিরাজের শিকারও ৩ উইকেট। এছাড়া এছাড়া ওয়াশিংটন সুনদর ২টি ও নিতিশ কুমার ও হার্ষিত রানা ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১–০ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বুমরা-সিরাজে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, বড় জয় ভারতের
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ