যারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়, তারা দেশের শত্রু’- বলে মন্তব্য করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বাংলাদেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সকলে ভাই, এ দেশের নাগরিক। আমরা কাঁধে কাঁধ মিলেয়ে জীবন-যাপন করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। যারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায় তারা এ দেশের সার্বভৌমত্বের শত্রু। তাদের নির্মূল করতে হবে।’
‘ইসকনকে উগ্রবাদী সংগঠন’ বলে উল্লেখ করে তিনি সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।
সাখাওয়াত বলেন, ‘ইসকনের নাম নিয়ে ওই নেতা (চিন্ময় দাস) বিভিন্ন ধরণের বক্তব্য দিয়েছে। হিন্দু ভাইদের বলতে চাই, এদেশ সবার। আপনারা আমরা সহবস্থান করবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসী, দেশদ্রোহীকে বাংলাদেশে স্থান দেয়া হবে না। অবিলম্বে বাংলাদেশে ইসকনের উগ্রবাদকে নিষিদ্ধ করা হোক।’
সাইফুল হত্যার বিচারের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘যে ভাইটিকে হত্যা করা হয়েছে তার কি দোষ ছিল? সে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছে। শুনানি করার করিণে তাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীদের কোনো দল নাই। আমরা সাত হত্যা মামলায় যেমন দলমত নির্বিশেষে একাকার হয়ে সন্ত্রাস, গুম হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন করেছি। একইভাবে সাইফুল হত্যার বিচার করে ছাড়বো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, জেলা আদালতের রাষ্ট্রপক্ষ কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১২:১৮ ১০ বার পঠিত