অজয়-আমিরের ছবি থেকে বাদ পড়েন অমিতাভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অজয়-আমিরের ছবি থেকে বাদ পড়েন অমিতাভ
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



অজয়-আমিরের ছবি থেকে বাদ পড়েন অমিতাভ

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তার অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন বহু প্রজন্মকে। তবে অজয় দেবগণ ও আমির খান অভিনীত সিনেমা ‘ইশক্’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে।

১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগণ ও আমির খান অভিনীত সিনেমা ‘ইশক্’। তাদের বিপরীতে ছিলেন কাজল ও জুহি চাওলা। সেই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল বিগ বি অমিতাভ বচ্চনের। সেই মতো প্রস্তুতিও শুরু হয়। পরবর্তীতে অবশ্য ছবি থেকে বাদ পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদন বলা হয়, ‘ইশক্’-এর পরিচালক ইন্দ্র কুমার বিগ বি-র প্রোডাকশন হাউজ এবিসিএলের অধীনে অন্য ছবি তৈরি করেছিলেন। কিন্তু সুপারস্টার এবং পরিচালকের মধ্যে বিশাল আর্থিক দ্বন্দ্বের কারণে সেই ছবি মুক্তি পায়নি।

আর সেই ছবির মুক্তি বন্ধ হতেই ‘ইশক্’ থেকে অমিতাভ বচ্চনকে বাদ দেন ইন্দ্র কুমার। ছবিতে অমিতাভের জন্য একটি গানও রেকর্ড করা হয়েছিল। বিগ বি-র ব্যারিটোন কণ্ঠস্বরকে অনুকরণ করে ‘মিস্টার লোভা লোভা’ গানটি গেয়েছিলেন সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁসলে।

অমিতাভকে বাদ দেওয়ার পর সেই গান নিয়ে কী করবেন, তা ভাবাচ্ছিল পরিচালককে। অবশেষে সমস্যার সমাধান হয়। সেই যাত্রায় তাকে বিপদের হাত থেকে উদ্ধার করেন স্বয়ং জনি লিভার।

গানটিতে জনি লিভারকে অমিতাভ বচ্চনের বিভিন্ন সিনেমার চরিত্রের সাজে দেখা গিয়েছিল। গোটা গানে হুবহু অমিতাভের মতো অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, ‘মিস্টার লোভা লোভা’ গানটি ছিল সেই বছরের অন্যতম ব্লকবাস্টার। ‘বর্ডার’ ও ‘দিল তো পাগল হ্যায়’-এরপরে ১৯৯৭ সালের বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করেছিল ‘ইশক্’।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৮   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জমজমাট ঈদ পুনর্মিলনী : উৎসবের আমেজে মুখর বিএমইউ
টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলছে সরকারি অফিস
খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
সিরিয়ায় ইসরাইলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে: রাশেদ খান
ঝক্কিঝামেলা ছাড়াই বাস-ট্রেন-লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ
ইতিহাসের এই দিনে
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
কাকে বিয়ে করলেন রাবা খান?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ