বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই : ফারুক

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই : ফারুক
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই : ফারুক

এবারের বিপিএলের মাধ্যমে এর ভিত মজবুত করার পাশাপাশি নারীদের বিপিএল শুরু করার কথা ভাবছে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)বিসিবি। এর আগে নিজেদের সক্ষমতা যাচাই করতে চায় বোর্ড। তবে আপাতত সব গুরুত্ব পুরুষদের বিপিএল ঢেলে সাজানোর দিকে।

বিপিএলের মাসকট উন্মোচনকে কেন্দ্র করে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটাররাও।
অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয় নারী বিপিএল নিয়ে।

জবাবে ফারুক আহমেদ বলেন, ‘চমৎকার একটা আইডিয়া। এই বোর্ড নারী ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ শুরু করেছি।
চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা আরো কত বাড়ানো যায়।’

তবে বাস্তবতাও মেনে নিয়েছেন তিনি। এখনই নারীদের বিপিএল আয়োজনের করার মতো অবস্থায় বোর্ড নেই, তা স্পষ্ট সভাপতির কথায়, ‘দেখতে হবে বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কিনা। চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কী হয়।

এ মুহূর্তে ছেলেদের বিপিএলের জৌলুস ফেরানোর দিকেই বিসিবির সব মনোযোগ।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ছেলেদের বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও আমি আসার পর এটা প্রথম বিপিএল, এই পরিচালনা পর্ষদের অধীনে শেষ বিপিএল। পরের বছর আমি থাকি বা যে-ই থাকুক, আশা করব পরের বিপিএলে যেন বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকে, লম্বা সময়ের জন্য হয়। প্রতি বছর ২-৩টা নতুন দল কোনো টুর্নামেন্টের জন্য ভালো না।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩২   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইতিহাস গড়ে হকি বিশ্বকাপে বাংলাদেশ
আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের
হোয়াইটওয়াশের মিশনে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
বেলিংহাম-এমবাপ্পের গোলে জয়ে ফিরল রিয়াল
যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বিপিএলকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই : ফারুক
সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল
রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল
রিয়ালকে হারিয়ে লিভারপুলের পাঁচে পাঁচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ