বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি আজ বলেছেন, তার দেশ বেসামরিক বিমান চলাচল, বন্দর ও লজিস্টিকসে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।

তিনি বাংলাদেশের সাথে পারস্পরিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, দেশের ৫৩তম ইউনিয়ন ডে উদযাপন উপলক্ষে সম্প্রতি ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আল হামুদি একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার জন্য প্রত্যক্ষ বিনিয়োগে আগ্রহী।’

রাষ্ট্রদূত একটি উন্নত ও অধিকতর সমৃদ্ধ বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের সাথে একত্রে কাজ করতে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন
উল্লেখ সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ এই বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে, যা উভয় দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত ।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের জন্য মুখিয়ে আছি।’

রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ১.২ মিলিয়ন বাংলাদেশী প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, তারা সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ।

এ ছাড়াও সরকারের উপদেষ্টা, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৩   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা
ক্ষমতায় থাকি কিংবা বাহিরে থাকি, উন্নয়নে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন
সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
বাংলা নববর্ষের মাধ্যমে যেন সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি: ডিসি
রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
বিশ্ব মানচিত্রে বদলাচ্ছে জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ