বিগত সরকারের আমলে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইন রক্ষাকারী খাত : টিআইবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিগত সরকারের আমলে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইন রক্ষাকারী খাত : টিআইবি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



বিগত সরকারের আমলে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইন রক্ষাকারী খাত : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জানিয়েছে- বিগত সরকারের আমলে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেবাখাতসমূহ।

সেই সঙ্গে, মে ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ সময়সীমার মধ্যে প্রস্তুতকৃত দুর্নীতিবিষয়ক জরিপে আরো জানা যায়- উল্লেখ্য সময়ে সর্বোচ্চ ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ আদায়ে বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবাখাতসমূহ শীর্ষে ছিলো।

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে ‘সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ, ২০২৩’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক খাতসহ ১৭টি সুনির্দিষ্ট খাতের ওপর বিস্তারিত তথ্য সংগ্রহ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতারা কী ধরনের দুর্নীতির শিকার হন তা পরিমাপ করতে এ প্রতিবেদন প্রকাশিত হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার ৭০ দশমিক ৯% খানা (পরিবার) এবং ঘুষের শিকার ৫০ দশমিক ৮% খানা। সেইসঙ্গে, সার্বিকভাবে খানাগুলো গড়ে ৫,৬৮০ টাকা ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে, যেখানে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে।

২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০ হাজার ৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ১ দশমিক ৪৩ শতাংশ এবং বাংলাদেশের জিডিপি’র শূণ্য দশমিক ২২ শতাংশ। পাশাপাশি, জরিপের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ (এপ্রিল) পর্যন্ত সেবাখাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা।

এছাড়াও জরিপে আরও উঠে এসেছে যে, গ্রামাঞ্চলের খানার তুলনায় শহরাঞ্চলের খানাগুলোকে বেশি পরিমাণে ঘুষ দিতে হয়েছে এবং সেবা নিতে গিয়ে উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের খানা তাদের বার্ষিক আয়ের অপেক্ষাকৃত বেশি অংশ ঘুষ দিতে বাধ্য হয়েছে, যা নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত বোঝার সৃষ্টি করেছে যা বিগত সরকারের দুর্নীতি প্রতিরোধে দুর্বলতা হিসেবে প্রকাশ পেয়েছে।

সার্বিক পর্যবেক্ষণ এ দেখা গেছে- নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধি ব্যক্তিরা দুর্নীতি ও ঘুষের শিকার হওয়ার অর্থ তাদের সীমিত আর্থ-সামাজিক সক্ষমতার ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করে তাদের প্রান্তিকতা আরও বৃদ্ধি করছে।

পুরুষ সেবাগ্রহীতার তুলনায় নারী সেবাগ্রহীতাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষাখাতে উল্লেখযোগ্য হারে বেশি দুর্নীতির শিকার হওয়ার ফলে এসব খাতে নারীদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করছে এবং কোনো কোনো ক্ষেত্রে নারীদের অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে।

যারা অভিযোগ করেছেন তাদের মধ্যে শূণ্য দশমিক ৬% দুদক এবং একেবারেই নগণ্য সংখ্যক খানা (০০.০০১%) জিআরএস এর মাধ্যমে করলেও তাদের প্রায় ৫০% ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং প্রায় ২০% ক্ষেত্রে অভিযোগই গ্রহণ করা হয়নি, যা দুর্নীতির প্রতিকারে বিগত সরকারের প্রবল অনীহা ও চরম অব্যবস্থাপনাকে নির্দেশ করে বলে টিআইবি প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এ সব সমস্যা থেকে উত্তরণে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সব পর্যায়ে দুর্নীতি ও ঘুষ কমিয়ে আনার অঙ্গীকার পূরণে সেবাখাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া, সেবা পুরোপুরি ডিজিটাইজ করা, সেবাখাতে হয়রানি বন্ধে ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (জিআরএস)’ ও অভিযোগ বাক্স স্থাপন করা এবং অভিযোগগুলো নিয়মিত পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বেশকিছুয় কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে টিআইবি।

অন্যান্য সুপারিশ সমূহের মধ্যে আছে- সেবাদাতার জন্য যুগোপযোগী আচরণবিধি প্রণয়ন, সেবাগ্রহণের পর গ্রহীতার মতামত নেওয়া, সেবাদানের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, সেবার মূল্য ও সেবা প্রাপ্তির সময় সম্পর্কিত তথ্য নিয়মিত হালনাগাদ করা।

এর পাশাপাশি দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্য জনবল, অবকাঠামো ও লজিস্টিকসের বিদ্যমান ঘাটতি দূরীকরণ, কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা , সেবাদাতা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি ও সামাজিক নিরীক্ষা চালু করা, সেবাদাতা প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী বার্ষিকভিত্তিতে বাধ্যতামূলকভাবে হালনাগাদ করে জমা দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন জোরদার করার সুপারিশ করেছে টিআইবি।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৯   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পানি, ভূমি, খাদ্য ও পরিবেশ অধিকারের আইনী স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহ্বান
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: নাহিদ ইসলাম
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনার
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ
পুলিশকে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান
বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত
সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ ২ যুবক আটক
বিএনপি ক্ষমতায় গেলে নাটোরে গ্যাস সংযোগ দেয়া হবে -দুলু
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ