নিজস্ব প্রতিবেদক : নাটোর শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ সুজন স্মরণে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত।
০৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় নাটোরে কানাইখালিতে জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে উক্ত স্মরণ সভার সূচনা করা হয়। এবং বিগত দিনে নাটোর জেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নিহত ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে তৈরি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সাবেক এমপি মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি নাটোর শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদ সুজন কে গুলি করে নির্মমভাবে হত্যার নিন্দা জানিয়ে বলেন,সুজনের পরিবার থানায় মামলা করতে গেলে কোন মামলা নেওয়া হয়নি।তিনি হত্যার সাথে জড়িত শফিকুল ইসলাম শিমুল, এহিয়া চৌধুরী সহ সহযোগিদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হবে বলে স্মরণ সভায় বক্তব্য প্রদান করেন।
তিনি ভারতের আগরতলার ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ হাইকমিশনারের কার্যালয় ভাংচুর বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়া, বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, এই নিন্দনীয় কাজ আওয়ামী দোসরদের কারসাজি আছে বলে দাবি করেন।
তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিন্দু সহ সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গঠনের কাজ করে যাচ্ছে, এবং আগামীতেও তা চলমান থাকবে। কোন অবস্থাতেই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না, যে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নাটোরের পুলিশের মাথায় এখনো আওয়ামীলীগের ভূত চেপে আছে, তার কারন হিসেবে তিনি বলেন আওয়ামীলীগ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার অপচেষ্টা করেছে।
তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, নাটোরের জনগনের প্রতি সহানুভূতি দেখালে নাটোরের জনগন পুলিশের পাশে থাকবে।
এছাড়াও তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে।
নাটোরে বেকারত্ব দুর করতে শিল্পাঞ্চল তৈরি ও গ্যাস সংযোগ দেয়া হবে।
উক্ত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ,জেলা বিএনপি’র যুগ্ন আয়বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ জেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:৫২:২৫ ২৮ বার পঠিত