শেখ হাসিনার পাশে থাকায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরির পাঁয়তারা চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলেও জানান বিএনপি মহাসচিব।
বাংলাদেশ সময়: ১৪:২৫:৪১ ১০ বার পঠিত