টাঙ্গাইলে বাজারে নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বক বিষয়ে খোঁজ নিয়েছে পুলিশ প্রশাসন।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে শহরের পাক বাজার পরিদর্শন করে পুলিশ প্রশাসন।
এ সময় পুলিশ সুপার (এসপি) বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর দেন। একই সঙ্গে নিত্যপণ্যের দামের বিষয়েও জানতে চান তিনি। সে সঙ্গে বাজারে চাঁদাবাজি হয় কিনা সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
বাজার পরিদর্শন শেষে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, বাজারে কোথাও কোনো নিরাপত্তার সমস্যা রয়েছে কি না তা আমরা পর্যবক্ষেণ করেছি। মানুষের মনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই আমাদের বাজারে আসা। শুধু বাজার নয়, সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার রয়েছে। যে কোনো কাজের নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তত রয়েছে।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৮ ১৩ বার পঠিত