বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট আন্দোলনের বিষয়ে সঠিক তথ্য যুক্তরাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমাদের অবস্থান তুলে ধরতে তাকে (পররাষ্ট্র মন্ত্রনালয়ে) আমন্ত্রণ জানিয়েছিলাম এবং বাংলাদেশের সঠিক চিত্র তার সরকারের কাছে তুলে ধরতে অনুরোধ করেছি।’ বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে গত ২ ডিসেম্বর পার্লামেন্টে কতিপয় ব্রিটিশ আইনপ্রণেতা ভুল তথ্য তুলে ধরেছেন বলে তৌহিদ উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি তাকে (কুক)

জানিয়েছি, তাদের বক্তৃতায় বাংলাদেশের প্রকৃত সত্য প্রতিফলিত হয়নি। আমি তাকে তার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সত্য জানাতে অনুরোধ করেছি।’ জবাবে কুক বার্তাটি পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন এবং এ ছাড়াও, লন্ডনে বাংলাদেশ মিশনও সঠিক বার্তাটি পৌঁছে দিতে পদক্ষেপ নিতে পারে বলে তিনি পরামর্শ দিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতিও তুলে ধরেন, যেখানে ৫ আগস্টের পর বাংলাদেশে আরও বেশি লোক নিহত হয়েছে অভিযোগ করা হয়েছে। তৌহিদ বলেন, ‘তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ৫ আগস্টের আগে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে এবং বিবৃতিটিতে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাগুলোকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি তাকে ব্যাখ্যা করেছি।’ উপদেষ্টা ৫ আগস্টের আগে রাস্তায় গুলি করে হত্যা করা শিক্ষার্থীদের সংখ্যার মতো মূল তথ্যগুলো বাদ দেওয়ার কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, “আমি তাকে (কুক) জানিয়েছি, এই ভুল বর্ণনায় আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি।” তৌহিদ জোর দিয়ে বলেন, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশে নৃশংসতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে সত্য ঘটনা অবহিত করা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৭   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
স্ত্রীকে হত্যার দায়ে ২৫ বছর পর বৃদ্ধ স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বন্দরে পাঁচ যুবক আটক, র‌্যাবের দাবি ‘মাদক কারবারি’
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
বিমান বাহিনীর ১২৮তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ