বিয়ে করলেন অভিনেত্রী পায়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন অভিনেত্রী পায়েল
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



বিয়ে করলেন অভিনেত্রী পায়েল

গত বছর জুন মাসে পাঞ্জাবি বয়ফ্রেন্ডের সঙ্গে বাগদান করেছিলেন ‘রাঙা বউ’ ও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক খ্যাত নাটকের অভিনেত্রী পায়েল দেব। এদিকে পাঞ্জাবি পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পায়েল।

লাল বেনারসি, সোনার অলংকারে নববধূ রূপে নিটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী। পায়েল বেনারসির সঙ্গে পরেছিলেন মানানসই সোনার ভারী গয়না। তবে বর বেছে নিয়েছিলেন পাঞ্জাবি সাজ।

ঘিয়ে রঙের শেরোয়ানি, পায়ে সাদা জুতো এবং মাথায় পাগড়ি— এমনই ছিল শিখরের সাজ। যদিও লগ্নের সময় বাঙালি বরের পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠানের জন্য পায়েল বেছে নিয়েছিলেন হলুদ রঙের লেহেঙ্গা এবং ফুলের গয়না। চোখে ছিল নজরকাড়া পাথরখচিত রোদচশমা।

শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোভিড কাল অনেকের কাছে অভিশপ্ত। কিন্তু আমার কাছে আশীর্বাদস্বরূপ। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখরের সঙ্গে পরিচয় হয়েছে। সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিয়েছিলাম। ভাল করে মিশেছি। আমার মা-বাবারও ওকে পছন্দ হয়েছে। তারপর বিয়েতে রাজি হয়েছি।’

পায়েল জানান, বরাবরই ভিন্ন সংস্কৃতির মানুষকে সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে পাঞ্জাবি ছেলেকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে পায়েলের স্বামীর জন্ম কলকাতাতেই। স্পষ্ট বাংলাও বলতে পারেন তিনি।

উল্লেখ্য, পায়েলের বিয়েতে টলিপাড়ার অনেকেই উপস্থিত ছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ রয়েছে পায়েলের। তৃণমূলের সদস্য হিসেবেও পরিচিত তিনি। কিছু নির্বাচনী প্রচারেও দেখা গেছে। পায়েলের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০০   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আয়োজক না হয়েও কেন বিশ্বকাপের ম্যাচ হবে আর্জেন্টিনায়
‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানে বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার
র‍্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে: মহাপরিচালক
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনাসহ জেনারেল আটক
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
জার্মানিতে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের দেশে পাঠানোর দাবি পররাষ্ট্রমন্ত্রীর
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অভিষেক অনুষ্ঠানে জিনপিংকে আমন্ত্রণ ট্রাম্পের
সোয়া ৭ ঘণ্টা পর তিন নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ