ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন : পরিবেশ সচিব

ঢাকার নদী, খাল এবং জলাধার পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফাহরিনা আহমেদ।

তিনি বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইউএনসিসিডি কপ ১৬’র ফাঁকে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. জেমস ডালটনের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সহায়তা চান।

আজ ঢাকায় প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ড. ফারহিনা আহমেদ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে বলেন, বাংলাদেশের নদীগুলোর পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত করার জন্য একটি সমন্বিত নদী স্বাস্থ্য মূল্যায়ন ব্যবস্থার প্রয়োজন।

পরিবেশ সচিব বলেন, এক সময় ঢাকার নগর পানি ব্যবস্থাপনা শহরের প্রাণ ছিল। কিন্তু বর্তমানে এটি দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। এসব জলাধার পুনরুদ্ধার ও টেকসই নগর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে আইইউসিএনের পরিচালক ড. ডালটন বাংলাদেশকে ফ্রেশওয়াটার চ্যালেঞ্জ পার্টনারশিপ প্রোগ্রামে যোগদানের আমন্ত্রণ জানান।

এ কর্মসূচিতে ৪৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩ লাখ কিলোমিটার নদী এবং ৩৫ কোটি হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রাম।

ড. ডালটন বলেন, এই উদ্যোগে অংশগ্রহণ বাংলাদেশের পানি সম্পদ পুনরুদ্ধারের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জাতিসংঘের ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক (২০২১-২০৩০) বাস্তবায়নে সহায়ক হবে।

এর আগে, টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন ড. ফাহরিনা আহমেদ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমি, পানি ও জীববৈচিত্র্যের সংরক্ষণ কৃষি পরিকল্পনার অংশ হওয়া জরুরি।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. সোহরাব আলী এবং মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৮   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতির প্রতিশ্রুতি, শিগগিরই প্রজ্ঞাপন : হাসনাত
ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের অগ্রাধিকার
প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁয়ে যৌথ অভিযানে গুড়িয়ে দিলেন দুটি চুন তৈরি কারখানা
নগরীতে যৌথ অভিযানে উচ্ছেদ ও জরিমানা
এসএমই ফাউন্ডেশন ও ভিসার সমঝোতা : সেবা পাবেন ৫ লাখ উদ্যোক্তা
অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক
নৌ নেতৃত্ব গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ